বারুইপুরে গাড়ি-অটোর মুখোমুখি সংঘর্ষে আহত ৬

গাড়ি-অটোর মুখোমুখি সংঘর্ষে গুরুতর জখম হলেন ৬ জন। তাঁরা বারুইপুর মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন। মঙ্গলবার সকালে দক্ষিণ ২৪ পরগনার বারুইপুর থানা এলাকার কুলপি রোডে চাঁদা খালি মোড়ে দুর্ঘটনাটি ঘটে। ইতিমধ্যেই পুলিশ দুর্ঘটনাগ্রস্থ গাড়িগুলোকে বাজেয়াপ্ত করেছে। দুর্ঘটনার পর এলাকায় ব্যাপক যানজট সৃষ্টি হয়। দুর্ঘটনাগ্রস্ত গাড়িগুলোকে ক্রেনের সাহায্যে সরিয়ে নিয়ে যাওয়ার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

মঙ্গলবার সকালে চারচাকা গাড়িটি বারুইপুর থেকে জয়নগরের দিকে যাচ্ছিল। আর অটোটি গোচরণ থেকে যাত্রী নিয়ে বারুইপুরের দিকে আসছিল। চাঁদা খালি মোড়ে গাড়ি দুটির মধ্যে মুখোমুখি সংঘর্ষ ঘটে। গাড়িগুলির গতিবেগ এতটাই ছিল যে সংঘর্ষের তীব্রতায় দুটি গাড়িই ছিটকে পড়ে। স্থানীয়দের দাবি, গাড়ি দুটি বেপরোয়া গতিতে চলছিল। চারচাকা গাড়ির চালক মদ্যপ অবস্থায় ছিলেন বলে জানা গিয়েছে। পুলিস জানিয়েছে, ওই গাড়ির চালক পলাতক।

বারুইপুর থানার পুলিশ জানিয়েছে, দুর্ঘটনায় আহত হয়েছেন – সুশান্ত কর্মকার (৪৫), নাজিমুদ্দিন ঘরামি (৩৮), রাজু মোল্লা (৪৯), সুরাইয়া বিবি (৪০), সুভাষ মণ্ডল (৩৮) ও সম্রাট চক্রবর্তী (৩২)। আহতদের বারুইপুর মহকুমা হাসপাতালে চিকিৎসা চলছে। সুশান্ত কর্মকার ও নাজিমুদ্দিন ঘরামির অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক। তাই তাঁদের সেখান থেকে এনআরএস হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।