• facebook
  • twitter
Tuesday, 15 July, 2025

ভুয়ো ভোটার কার্ড তৈরির অভিযোগে গ্রেপ্তার ২

ভুয়ো সরকারি নথি জমা দেওয়ার এবং ভুয়ো সরকারি নথি তৈরি করার অভিযোগে ২ জনকে গ্রেপ্তার করেছে নদিয়ার হরিণঘাটা থানার পুলিশ।

ভোটার তালিকায় নাম তুলতে এসে পুলিশের জালে এক যুবক। গ্রেপ্তার আরও এক। ভুয়ো সরকারি নথি জমা দেওয়ার এবং ভুয়ো সরকারি নথি তৈরি করার অভিযোগে ২ জনকে গ্রেপ্তার করেছে নদিয়ার হরিণঘাটা থানার পুলিশ।

পুলিশ সূত্রে খবর, ধৃতদের নাম লিটন দেবনাথ ও সজল দাস। ভোটার তালিকায় নাম তোলার জন্য সজল হরিণঘাটা বিডিও অফিসে জন্ম শংসাপত্র ও বাবা-মায়ের ভোটার কার্ড জমা দেয়। নথি যাচাইয়ের দিন সেই নথি খতিয়ে দেখা যায়, সজলের জন্ম শংসাপত্র ও তাঁর বাবা-মায়ের ভোটার কার্ড ভুয়ো।

পুলিশ সূত্রে আরও জানা যায়, এরপর সজলকে হরিণঘাটার বিডিও মহাশ্বেতা বিশ্বাস জিজ্ঞাসাবাদ করলে সজল লিটন দেবনাথের নাম জানায়। বিডিও মহাশ্বেতা বিশ্বাস বলেন, লিটন দেবনাথকে টাকা দিয়ে সজল তাঁর ভুয়ো জন্ম শংসাপত্র ও তাঁর বাবা-মায়ের ভুয়ো ভোটার কার্ড তৈরি করে, এমনটাই জানিয়েছে সজল। সেই ভুয়ো নথি ভোটার তালিকায় নাম তোলার জন্য জমা দিয়েছিল সজলই। এরপর হরিণঘাটা থানায় আমি লিখিত অভিযোগ করি। সেই অভিযোগের ভিত্তিতে সজল ও লিটনকে গ্রেপ্তার করে পুলিশ।

পুলিশ সূত্রে খবর, লিটনের একটি সাইবার ক্যাফে রয়েছে। সেখানে ভুয়ো সরকারি নথি তৈরি হত কি না তা খতিয়ে দেখছে পুলিশ। লিটনের দাদা সিভিক ভলান্টিতার হিসেবে কর্মরত। রবিবার কল্যাণী মহকুমা আদালতে ধৃতদের তোলা হলে বিচারক ২ জনকে ৩ দিন পুলিশ হেফাজতে রাখার নির্দেশ দিয়েছেন।