নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে পড়ল বাস। দুর্ঘটনায় আহত হয়েছে প্রায় ১৮ জন। আহত ব্যক্তিদের মধ্যে রয়েছে শিশু ও বৃদ্ধরা। শনিবার সকালে ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের কলাবাড়িয়া এলাকায়। উল্টো দিক থেকে আসা ট্রাককে পাশ কাটাতে গিয়ে উল্টে যায় বাসটি। ঘটনাস্থলে এসে পৌঁছায় পুলিশ। উদ্ধারকার্যে পুলিশের পাশাপাশি স্থানীয়রা হাত লাগায়। আহত ব্যক্তিদের স্থানীয় ডোমকল মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে অধিকাংশ ব্যক্তিকে প্রাথমিক চিকিৎসার পরে ছেড়ে দেওয়া হয়েছে।
শনিবার সকালবেলা একটি বেসরকারি বাস বহরমপুর যাওয়ার পথে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে কলাবাড়িয়া এলাকায়। ভয়াবহ এই দুর্ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে বাসের যাত্রীদের মধ্যে। আহত যাত্রীদের ডোমকল মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়। অধিকাংশ যাত্রীকে প্রাথমিক চিকিৎসার পরে ছেড়ে দেওয়া হয়। আর একজন মহিলাকে অন্য হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। পুলিশের সহায়তায় বাসটিকে অন্যত্র সরিয়ে নিয়ে রাস্তা পরিষ্কার করে দেওয়া হয়েছে। দুর্ঘটনার কারণ জানা যায়নি। তবে পুলিশ সূত্রে অনুমান, দ্রুত গতিতে বাসটি চালানোর ফলেই নিয়ন্ত্রণ হারায় বাসটি।