নৌকাডুবির হাত থেকে রক্ষা পেল ১২ জন পড়ুয়া। বৃহস্পতিবার এই ঘটনাটি ঘটেছে হুগলির খানাকুলের ঘোষপুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত নরেন্দ্র চক এলাকায় দ্বারকেশ্বর নদে। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। দক্ষিণবঙ্গে গত কয়েকদিন ধরে টানা বৃষ্টির জেরে ফুলে ফেঁপে উঠছে দ্বারকেশ্বর, দামোদর, রূপনারায়ণের মতো বৃষ্টির জলে পুষ্ট নদ-নদীগুলি। স্থানীয় সূত্রে খবর, বৃহস্পতিবার স্কুলে যাওয়ার জন্য ১২ জন পড়ুয়া নৌকায় করে নদী পার হচ্ছিল। নৌকা ঘাট থেকে ছাড়ার কিছুক্ষণের মধ্যেই জল ঢুকতে শুরু করে। হঠাৎ এই পরিস্থিতিতে পড়ুয়ারা আতঙ্কিত হয়ে চিৎকার শুরু করে।
প্রাণে বাঁচাতে একে একে নদীতে ঝাঁপ দেয় তারা। স্থানীয় বাসিন্দারা সঙ্গে সঙ্গে নদীতে নেমে উদ্ধার করেন পড়ুয়াদের। সৌভাগ্যবশত বড় কোনও বিপদ ঘটেনি। দু-একজন পড়ুয়া সামান্য আহত হয়েছে বলে জানা গিয়েছে। খানাকুলের বিডিও সহ প্রশাসনের আধিকারিকরা ঘটনাস্থলে যান। স্থানীয় বাসিন্দাদের দাবি, পড়ুয়াদের নিরাপদ যাতায়াতের জন্য একটি কংক্রিটের সেতু নির্মাণ অত্যন্ত জরুরি। এর আগেও একই ধরনের ঘটনা ঘটে খানাকুলের রূপনারায়ণ নদীতে। সেই সময় এলাকাবাসীই দুর্ঘটনাগ্রস্তদের উদ্ধার করে। প্রশাসনের তরফে গ্রামবাসীদের দাবি খতিয়ে দেখার আশ্বাস দেওয়া হয়েছে।