মোটা টাকার প্রলোভন দেখিয়ে দক্ষিণ ভারতে পাচার করার চেষ্টা করা হয়েছে ১১ জন বালককে। মহিলা আরপিএফ আধিকারিকের তৎপরতায় তাম্বরণ সাপ্তাহিক সুপার ফাস্ট এক্সপ্রেস ট্রেন থেকে তাঁদের উদ্ধার করা হয়। এই ঘটনায় ওই ট্রেন থেকেই পাঁচ পাচারকারীকে গ্রেপ্তার করেছে রেল পুলিশ।
সূত্রের খবর, বুধবার বিকেলে আরপিএফ এসআই শুভ্রা দে ওই ট্রেনে উঠেছিলেন। সেখানে অসংরক্ষিত বগিতে এতজন বালককে দেখে তাঁর সন্দেহ হয়েছিল। এরপর তিনি ছেলেগুলিকে জিজ্ঞাসাবাদ করতে শুরু করেন। ধীরে ধীরে তিনি জানতে পারেন, তাঁরা রাজ্যের একাধিক এলাকার বাসিন্দা। কাজ দেওয়ার কথা বলে তাঁদের দক্ষিণ ভারতে নিয়ে যাওয়া হচ্ছে। মহিলা আরপিএফ আধিকারিক আঁচ করতে পারেন যে মোটা টাকার কাজ দেওয়ার প্রলোভন দেখিয়ে তাঁদের পাচারের চেষ্টা চলছে। এরপর ক্রমাগত প্রশ্ন করে আরও তথ্য সংগ্রহ করেন। এরপর ওই ট্রেন থেকেই বালকদের চিহ্নিত করে দেওয়া পাঁচ ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। আসানসোল স্টেশনে পাচারকারীসহ উদ্ধার হওয়া বালকদের নামানো হয়েছিল।
Advertisement
ধৃতদের জিজ্ঞাসাবাদ করে জানা গিয়েছে, তাঁরা একটি চক্রের সঙ্গে যুক্ত। রাজ্যের বীরভূম জেলা, বিহারের একাধিক জেলায় এই চক্রের আরও অনেকে রয়েছে। গরিব মানুষজনকে চিহ্নিত করে তাঁরা ফাঁদে ফেলে। তদের সন্তানদের কাজের বিনিময়ে মোটা টাকা দেওয়ার ব্যবস্থা করে দেবে এই বলে অন্য রাজ্যে পাচার করে দেয়। তাঁদের শিশু পাচার আইনে গ্রেপ্তার করে রেল পুলিশ। পূর্ব রেলের পক্ষ থেকে জানানো হয়েছে ট্রেনে করে শিশু পাচারের ঘটনা নতুন নয়। এই বিষয়ে কড়া নজরদারির জন্য আরপিএফ বিশেষ বাহিনী মোতায়েন করা রয়েছে। মহিলা আধিকারিকের এই সাফল্যে তাঁকে বিভাগের পক্ষ থেকে সম্মান জানানো হবে।
Advertisement
Advertisement



