• facebook
  • twitter
Thursday, 20 March, 2025

জাল সিমকার্ড বিক্রির অভিযোগে রানাঘাট পুলিশ জেলায় গ্রেপ্তার ১১

হরিণঘাটা থানার এলাকা থেকে ৩ জন, রানাঘাট থেকে ১ জন, তাহেরপুর থেকে ১ জন, শান্তিপুর ও ধানতলা থানা এলাকায় ২ জনকে গ্রেপ্তার করে পুলিশ।

প্রতীকী চিত্র

জাল সিমকার্ড বিক্রির অভিযোগে ১১ জনকে গ্রেপ্তার করল রানাঘাট পুলিশ জেলার পুলিশ। নদিয়ার রানাঘাট পুলিশ জেলা বিভিন্ন থানা এলাকায় জাল সিমকার্ড বিক্রির বিরুদ্ধে বিশেষ অভিযান চালায়। সেই অভিযানের মাধ্যমে মোট ১১ জন দোকানদারকে গ্রেপ্তার করে পুলিশ। মাঝেরচর ও সগুনা এলাকা থেকে অনিময় রায়, সমর কুরি ও বিষ্ণুপদ মণ্ডল নামে ৩ জনকে গ্রেপ্তার করে কল্যাণী থানার পুলিশ। এছাড়া চাকদহ থানার সাঁতরা এলাকা থেকে দীপঙ্কর রায় নামে এক দোকানদারকে গ্রেপ্তার করে পুলিশ।

হরিণঘাটা থানার এলাকা থেকে ৩ জন, রানাঘাট থেকে ১ জন, তাহেরপুর থেকে ১ জন, শান্তিপুর ও ধানতলা থানা এলাকায় ২ জনকে গ্রেপ্তার করে পুলিশ। পুলিশ সূত্রে আরও খবর, ২০১৬ সাল থেকে ২০২৪ সাল পর্যন্ত যে সব জাল সিমকার্ড বিক্রি করা হয়েছে, সেই তদন্তে নামে পুলিশ। তদন্তে নেমে ধৃতদের গ্রেপ্তার করা হয়েছে। এই জাল সিমকার্ড কাদের বিক্রি করা হয়েছে এবং সেই বিক্রি করা জাল সিমকার্ড থেকে কোনও অপরাধমূলক বা জালিয়াতির কাজ হয়েছে কি না, তা খতিয়ে দেখছে পুলিশ। আগামী দিনে এই জাল সিমকার্ড বিক্রির বিরুদ্ধে বিশেষ অভিযান চলবে, পুলিশ সূত্রে এমনটাই জানা গিয়েছে।