• facebook
  • twitter
Tuesday, 18 March, 2025

প্রকাশিত হলো কবি অয়ন ভট্টাচার্যের লেখা দুটি বই

কবি অয়ন ভট্টাচার্য্য এর নিজের লেখা বই ‘কলমের স্মৃতি’ ও ‘সর্ব হারা’ প্রকাশিত হল ৪৮ তম আন্তর্জাতিক কলকাতা পুস্তক মেলায়।

কবি অয়ন ভট্টাচার্য্য এর নিজের লেখা বই ‘কলমের স্মৃতি’ ও ‘সর্ব হারা’ প্রকাশিত হল ৪৮ তম আন্তর্জাতিক কলকাতা পুস্তক মেলায়। “সর্ব হারা” বইটি ইতিহাস সংবলিত নিয়ে লেখা বই। টালিগঞ্জ অঞ্চলের উদ্বাস্তু কলোনির মানুষের সংগ্রামের কথা তুলে ধরা হয়েছে এই গ্রন্থে। “কলমের স্মৃতি” বইটি লিখেছে কবি পরিবেশ, ভালোবাসা, অনুষ্ঠান সব কিছুকে নিয়ে বিভিন্ন কবিতা লিখেছেন কবি অয়ন ভট্টাচার্য্য। এনার এই দুটো বই পাওয়া যাবে পাওয়া যাবে ঋত্বিক ঘটক গেট (১ নং গেট) স্টল নাম্বার ১০৬A বইমেলার।

সর্ব হারা নামের প্রেক্ষাপট সর্ব হারা বা লুসার অফ অল (ইংরেজি: Loser of all) হচ্ছে আধুনিক মানুষের জন্য প্রযোজ্য হচ্ছে। সর্ব হারা বলতে বোঝায় যারা সব কিছু হারিয়ে এক জায়গায় থেকে আরেকজায়গায় বসবাস করতে শুরু করে তাদেরকেই সর্ব হারা বলে। ১৯৪৭ সালের পর থেকে হিন্দু মুসলমান সংঘর্ষের পর থেকে পূর্ববঙ্গ (অধুনা বাংলাদেশ) থেকে ট্রেনে করে শিয়ালদা স্টেশনে নেমে কিছু মানুষদল ব্যারাকপুর, সোদপুর উত্তর ২৪ পরগনার এসব অঞ্চলে প্রথমে কলোনির স্থাপন হয়েছিল। আবার কিছু দল তেমনই দক্ষিন কলকাতার টালিগঞ্জ এর অনেকটা অঞ্চল জুড়ে বসবাস শুরু।