২০২৫ এ যে বাংলার এক ঝাঁক কৃতী ব্যক্তিত্বের ঝুলি ভরেছে পদ্মশ্রী পুরস্কারে, সেই বাংলারই আরেক সন্তান অনির্বাণ সামন্ত এবার ভূষিত হলেন ‘মানব ভারতী’ সম্মানে। রবিবার সুরভারতী সঙ্গীত পরিষদের ৫৩ তম সমাবর্তন অনুষ্ঠানে জোড়াসাঁকো ঠাকুরবাড়ির রথীন্দ্র মঞ্চে আবৃত্তিশিল্পী শোভনসুন্দর বসুকে ‘আবৃত্তি রত্ন’ ও সঙ্গীতশিল্পী পন্ডিত মল্লার ঘোষকে ‘সঙ্গীত ভারতী’ সম্মান প্রদানের পাশাপাশি অনির্বাণের হাতে এই সম্মান তুলে দেওয়া হয় পরিষদের পক্ষ থেকে।
সমাজসেবার ক্ষেত্রে আন্তর্জাতিক স্বীকৃতিপ্রাপ্ত অনির্বাণের সাথে এদিন অনুষ্ঠানে উপস্থিত সংগীতশিল্পী পন্ডিত স্বপন সেন, নৃত্যশিল্পী প্রফেসর অমিতা দত্ত, শিক্ষাবিদ বংশীবদন চট্টোপাধ্যায়, লেখক রতন দাস সহ অন্যান্য বিশিষ্টজন ধন্যবাদ জানান পরিষদের রেজিস্ট্রার উমাশঙ্কর পাঁজাকে।