বিকাশ পোদ্দারের অনন্য জলরঙের পেইন্টিং সম্প্রতি কলকাতার বীরলা আর্ট অ্যাকাডেমিতে অনুষ্ঠিত ইজেল স্টোরিজ আর্ট গ্যালারির প্রদর্শনীতে বিশেষভাবে নজর কেড়েছে। ৫০টিরও বেশি চিত্রকর্মের এই প্রদর্শনী শিল্পপ্রেমীদের মুগ্ধ করেছে বৈচিত্র্যময় শিল্পভাষার মাধ্যমে।
বিকাশ পোদ্দার তাঁর অভিনব জলরঙের কৌশল সম্পর্কে বলেছেন, আমার টেকনিক প্রচলিত জলরঙের ধারা থেকে আলাদা। আমি ওয়াশ টেকনিক ব্যবহার করি, যেখানে প্রথমে কাগজ ভিজিয়ে নিই, তারপর রঙ প্রয়োগ করে চিত্র আঁকি।
তাঁর শিল্পচিন্তা সম্পর্কে তিনি ব্যাখ্যা করেন, প্রত্যেক চিত্রকর্মে মাত্র প্রয়োজনীয় পরিমাণ অ্যাকশন থাকে, যাকে ফোকাস পয়েন্ট বলা হয়। বাকি ক্যানভাসে আমি ফাঁকা জায়গা রাখি, যাকে ব্রিদিং স্পেস বলা হয়। আমার প্রতিটি ছবিতে এই কম্পোজিশন নিয়ম মেনে চলি।
Advertisement
এই প্রদর্শনীতে ঐতিহ্যবাহী এবং সমকালীন শিল্পরীতির অপূর্ব মিশ্রণ দর্শকদের এক অনন্য অভিজ্ঞতা উপহার দেয়। পোদ্দারের ন্যূনতম রেখার ব্যবহার এবং চিন্তাশীল কম্পোজিশন তাঁর শিল্পকর্মে গভীরতা ও সৌন্দর্য ফুটিয়ে তোলে।
Advertisement
Advertisement



