ফ্রিডম ক্রিয়েটিভের স্বল্প দৈর্ঘ্যের চলচ্চিত্র উৎসব

ফ্রিডম ক্রিয়েটিভার স্বল্প দৈর্ঘ্যের চলচ্চিত্র উৎসব

শীত বিদায়ের পালা। বিদায়ের সময়ও কিছু স্মৃতি রেখে যেতে চায় উৎসবের এই ঋতু। সেই রঙেই সেজে উঠেছিল বেহালা শরৎসদন। ১৪ ও ১৫ ফেব্রুয়ারি হয়ে গেল স্বল্প দৈর্ঘ্যের চলচ্চিত্র উৎসব। ১২ ফেব্রুয়ারি বেহালা শরৎসদন থেকে বেরিয়েছিল সাইকেল র্যা লি। নয় নয় করে প্রায় গোটা তিরিশেক ছোট সিনেমা নিয়েছিল এই প্রতিযোগিতায়। প্ল্যানচেট নামে স্বল্প দৈর্ঘ্যের একটি সিনেমা দিয়ে হয়েছিল উদ্বোধন। পরিচালক সুমিত্রস ব্যানার্জি। সিনেমার সঙ্গে ছিল নাটকও। প্রথমদিন মঞ্চস্থ হয় রাজকাহিনী। ১৫ ফেব্রুয়ারি ১০টি স্কুল অংশগ্রহণ করেছিল তাদের স্বরচিত নাটক দিয়ে। প্রতিটি নাটকের বিষয় ছিল সমকালীন শিক্ষা। প্রতিযোগিতা শেষে ছোত কুশীলবদের প্রযোজনা দেখলেন দর্শকরা। নাটকের নাম দ্য সেলফিশ জায়েন্ট। অনুষ্ঠানের শেষ পর্বে ছিল পুরষ্কার বিতরণী অনুষ্ঠান। অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট অভিনেত্রী সাবিত্রি চ্যাটার্জি। সাবিত্রি চ্যাটার্জির এই ধরনের একটি উদ্যোগকে সফল করতে এগিয়ে এসেছেন তপন শাস্ত্রী। পুরষ্কারেও ছিল একগুচ্ছ চমক। স্বল্প দৈর্ঘ্যের সিনেমায় যে দুটি সিনেমা প্রথম ও দ্বিতীয় হিসেবে নির্বাচিত হয়েছে, তারা পেয়েছে ১০ হাজার টাকা করে পুরষ্কার। বিশেষভাবে সম্মানিত করা হয় স্বর্ণ যিগের শিল্পী নির্মলা মিশ্রকে। সামগ্রিক অনুষ্ঠানের পরকল্পনায় ছিল ফ্রিডম ক্রিয়েটিভ। সংস্থার প্রধান উদ্যোক্তা বর্ষালী চ্যাটার্জি জানালেন, আগামী দিনে আরও অনেক অনুষ্ঠানই নিবেদন করার প্রকল্প রয়েছে তাদের তবে রয়েছে অর্থনৈতিক সমস্যাও। ভাল সনেমার জন্য পুঁজি একটা বড় দিক। সে উদ্দেশ্যেই তাদের এই কর্মসূচী।