প্রামাণ্য ইতিহাস এবং জিনিয়লজি গবেষক সজল কান্তি দত্ত রায় ভূষিত হলেন সাম্মানিক ডক্টরেট উপাধিতে। উপাধি প্রদান করেছেন কেন্দ্রীয় সরকার অনুমোদিত ওয়েলরেড ফাউন্ডেশন।
সুদীর্ঘ ৫০ বছর ধরে নিরলস পরিশ্রম ও ইতিহাস চর্চার ক্ষেত্রে উৎসাহ পেয়েছেন উল্লেখযোগ্য ব্যক্তিত্বদের থেকে। নীহাররঞ্জন রায় ও নিশীথ রঞ্জন রায়ের মত উজ্জল নক্ষত্র সমুদয় সজল কান্তি দত্ত রায়কে চিরকাল তাঁর কাজের জন্য উদ্বুদ্ধ করেছেন। ময়মনসিংহের ইতিবৃত্ত এবং শান্ডিল্য গোত্রীয় দত্ত ক্রমবিকাশ প্রভূত প্রকাশিত গ্রন্থের জন্য পেয়েছেন নানান পুরস্কার। তাঁর কলম আজও চলছে। এই সম্মাননা তাঁর দীর্ঘ পুরস্কারের তালিকা আরও উজ্জ্বল করে তুলল।
Advertisement
Advertisement
Advertisement



