ভারতীয় জাদুঘরের ২১১তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে (ভারত সরকারের সংস্কৃতি মন্ত্রণালয়) ওস্তাদ জাকির হুসেনকে স্মরণ করলেন প্রদ্যুৎ মুখার্জি।
কলকাতায় ভারতীয় জাদুঘরের আশুতোষ জন্মশতবার্ষিকী সভাঘরে ভারতীয় জাদুঘরের ২১১তম প্রতিষ্ঠা দিবস উদযাপন উপলক্ষে গ্র্যামি জুরি এবং জিমা পুরস্কারপ্রাপ্ত তালবাদক প্রদ্যুৎ মুখার্জি, গ্র্যামি পুরষ্কৃত কিংবদন্তি তবলা বাদক ওস্তাদ জাকির হুসেনের প্রতি এক বিশেষ শ্রদ্ধাঞ্জলি অর্পণ করলেন। “রেসোনেটিং রিদমস” – গ্র্যামি জুরি এবং জিমা পুরস্কারপ্রাপ্ত তালবাদক প্রদ্যুৎ মুখার্জির কিংবদন্তি ওস্তাদ জাকির হুসেনের প্রতি একটি আন্তরিক সঙ্গীতময় শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন । ছন্দের জাদুকরকে এক অনন্য শ্রদ্ধাঞ্জলি জাদুঘরের প্রতিষ্ঠা দিবসে এক বিশেষ প্রাপ্তি হয়ে থাকলো শ্রোতাদের কাছে।
সন্ধ্যাটি ভারতীয় জাদুঘরের পরিচালক শ্রী এ. ডি. চৌধুরী, ভারতীয় জাদুঘরের ট্রাস্টি বোর্ডের ভাইস-চেয়ারম্যান অধ্যাপক স্বপন কুমার প্রামাণিক, ভারতীয় জাদুঘরের উপ-পরিচালক সায়ন ভট্টাচার্য, ভারতের প্রাণিবিদ্যা জরিপের পরিচালক ড. ধৃতি ব্যানার্জি, গ্র্যামি জুরি ও জিমা পুরস্কার বিজয়ী পণ্ডিত প্রদ্যুৎ মুখার্জি প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা করেন।
প্রদ্যুৎ মুখার্জি তাঁর নিজস্ব জিমা পুরস্কারপ্রাপ্ত সৃষ্টি ‘উইদিন ইউ’ পরিবেশন করেন, এরপর মাউথ পার্কাশন পরে তবলায় দুটি ট্রেনের পাশাপাশি চলার শব্দ অসাধারণ ভাবে ফুটিয়ে তোলেন। তরুণ বাঁশ বাদক কৃষ্ণ থিম পরিবেশন করেন। অনুষ্ঠানের শেষে সঙ্গীত শিল্পীরা বন্দে মাতরম পরিবেশন করেন। প্রদ্যুৎ মুখার্জি বলেন; “এটা সত্যিই আমার জন্য সৌভাগ্যের যে আমি এমন একটি ঐতিহাসিক দিনে সঙ্গীত পরিবেশন করতে পারলাম, স্মরণ করলাম উস্তাদ জাকির হোসেন কে।”