• facebook
  • twitter
Friday, 5 December, 2025

‘শব্দের ঝংকার’ পত্রিকার নতুন সংখ্যা প্রকাশ

‘লিটল ম্যাগাজিন জগতে শব্দের ঝংকার পত্রিকা ৪৬ বছর পার করেছে। সাময়িক পত্রিকার প্রায় অর্ধশত বছর মানে গর্বের বিষয়।’

‘লিটল ম্যাগাজিন জগতে শব্দের ঝংকার পত্রিকা ৪৬ বছর পার করেছে। সাময়িক পত্রিকার প্রায় অর্ধশত বছর মানে গর্বের বিষয়।’ শনিবার কৃঞ্চপদ ঘোষ হলে পত্রিকার ৪৬ বর্ষ দ্বিতীয় সংখ্যা প্রকাশ করে কথাগুলি বলেছেন বিশিষ্ট কথাসাহিত্যিক অমর মিত্র। বিশিষ্ট সাহিত্যিক রামকুমার মুখোপাধ্যায় বলেন, ‘শব্দের ঝংকার-এর মত লিটল ম্যাগাজিনগুলি হল লেখক তৈরি করার আঁতুড়ঘর।’ এদিন পত্রিকার তরফে সম্মাননীয় সাহিত্যিকদের স্মারক দিয়ে সংবর্ধনা জানানো হয়। স্বাগত ভাষণ দেন সম্পাদক ও সাংবাদিক নুরুল ইসলাম খান। ড. সমরেন্দ্র ঘোষ, কবি ও সাংবাদিক গালিব ইসলাম, নব গোপাল চৌধুরী বক্তব্য পেশ করেন। পরিচালনা করেন স্পন পাল।

সুনীল মুখোপাধ্যায়, প্রতুল মুখোপাধ্যায় ও সমস্ত সাহিত্য সহযোদ্ধাদের প্রতি একমিনিট নীরবতা পালন করে শ্রদ্ধা নিবেদন করা হয়। সমবেত সঙ্গীত দিয়ে সভার সূচনা করেন শিবেন গুহ, চন্দনা কুন্ডু, রূপা দত্ত চৌধুরী ও ময়ুরাক্ষী। বিভিন্ন পত্রিকার সম্পাদক, কবি ও লেখকরা দূর দূরান্ত থেকে অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন। স্বরচিত কবিতা পাঠ করেন সুদীপা সাহা, অমর কুমার দাস, শুভদীপ ব্যানার্জী, সোমা নায়ক, লোপামুদ্রা কুন্ডু, অভিষিক্তা দে প্রমুখ অনেক কবি। আবৃত্তি করেন হাসিনা আনজুম মোনালিসা, অন্তরা ঘোষ কর্মকার, আলিম সরদার, তিতলি রায় ছাড়া আরও অনেকে। গান ও মনোজ্ঞ আলোচনা ও কাব্য পরিবেশনায় সভা সমৃদ্ধ হয়ে ওঠে। পত্রিকার এবারের সংখ্যায় লিখেছেন বিশিষ্ট ভাষাবিদ ড. পবিত্র সরকার ও বিশিষ্ট কবি সুবোধ সরকার সহ সুপরিচিত লেখকরা।

Advertisement

Advertisement

Advertisement