লিটিল থেপিয়ানের ‘এন্ডগেম’

মঞ্চস্থ হল স্যামুয়েল বেকেটের লেখা ‘এন্ডগেম’ নাটকটি। এর হিন্দি রূপান্তর করেন উমা ঝুনঝুনওয়ালা এবং নাট্যরূপ ও পরিচালনা করেন এস এস আজহার আলম।

Written by SNS Kolkata | March 5, 2021 5:54 pm

'এন্ডগেম' নাটকের একটি দৃশ্য (Photo: SNS)

‘লিটল থেসপিয়ান’ অতিমরি পরিস্থিতির মধ্যে মঞ্চ প্রযােজনা বন্ধ রাখলেও অনলাইনে সক্রিয় ছিল। জাতীয় স্তরের প্রবীণ নাট্যব্যক্তিত্বদের দিয়ে অভিনয় শিক্ষার ক্লাস, গল্প ও নাটক পাঠ, কবিতা পাঠ ছাড়াও নাট্যকার, পরিচালক ও অভিনেতাদের সাক্ষাৎকার গ্রহণের মাধ্যমে সংস্কৃতিমনস্কদের চাহিদা পূরণ করে চলেছিল ‘লিটল থেসপিয়ান’ নাট্যগােষ্ঠী।

১৯ ফেব্রুয়ারি অ্যাকাডেমি অফ ফাইন আর্টস থিয়েটারে এই গােষ্ঠী মঞ্চস্থ করেছিল স্যামুয়েল বেকেটের লেখা ‘এন্ডগেম’ নাটকটি। এর হিন্দি রূপান্তর করেন উমা ঝুনঝুনওয়ালা এবং নাট্যরূপ ও পরিচালনা করেন এস এস আজহার আলম।

নাটকটি বর্তমান পরিস্থিতিতে খুবই সময়ােপযােগী ছিল। অভিনয়ে নজর কাড়েন উমা ঝুনকুনওয়ালা, চান্দ্রেয়ী মিত্র, নীহাকুমার চৌধুরি এবং মহ: মারুফ। পরিচালক এস এম আজহার আলমের সুরারােপিত নাটকটি অভিনয় দক্ষতার গুণে দর্শকদের মনােরঞ্জনে সক্ষম হয়েছিল।