• facebook
  • twitter
Friday, 5 December, 2025

অ্যাডভেঞ্চার অফ মাউনটেনিয়ার্স

প্রায় ৩৫০ জন এডভেঞ্চার প্রেমী উপস্থিত ছিলেন। এই অনুষ্ঠানে এডভেঞ্চারের উপর ছবি দেখানো হয়। ছবি দেখিয়েছেন সায়ন্তনী মহাপাত্র।

নিজস্ব চিত্র

গত ১৬ মার্চ নৈহাটির ঐকতান মঞ্চে সমস্ত মাউন্টটেন প্রেমীদের নিয়ে হয়ে গেলো এক বিরাট অনুষ্ঠান। অ্যাডভেঞ্চার ফিল্ম সোসাইটির ২৭তম বর্ষপূর্তির অনুষ্ঠান। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ওয়েস্ট বেঙ্গল মাউন্টেনির্য়াস অ্যাণ্ড ট্রেকার্স কনফেডারেশন। সভাপতি কঙ্কনকুমার রায় অনুষ্ঠানের উদ্বোধন করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহ সভাপতি শান্তি কুমার রায়, সম্পাদক করুণাপ্রসাদ মিত্র, সম্মিলনীর হিসাব রক্ষক সুনন্দ মান্না, সদস‍্য সুভাষ ঘোষ, হিমাংশু সাহা, রঞ্জিত রীত,তরুণ ভট্টাচার্য, এম নবী তরফদার, বিশ্বাস নাথ সাহা, জয়ন্ত বিশ্বাস ও জয়ন্তী সরকার।

এছাড়া হলে প্রায় ৩৫০ জন এডভেঞ্চার প্রেমী উপস্থিত ছিলেন। এই অনুষ্ঠানে এডভেঞ্চারের উপর ছবি দেখানো হয়। ছবি দেখিয়েছেন সায়ন্তনী মহাপাত্র। তিনি কীভাবে বদ্রীনাথ থেকে কল্পেশ্বর যাত্রা করেন, তা দেখানো হয়। ছবি দেখান রতনলাল বিশ্বাস, জগবন্ধু মান্না। শর্ট ফ্লিম দেখান নীলেশ সরকার। দ্বিজেন ব‍্যানার্জী দেখান ‘গ্লোবাল ওয়ার্মিং অন হিমালয়ান ইকো সিস্টেম।’ এখানে দেখানো হয় হিমালয়ের করুণ অবস্থা। শুধু তাই নয়, এর ফলে কীভাবে প্রাকৃতিক ভারসাম্য নষ্ট হচ্ছে। অনুষ্ঠানের শেষ ছবি দেখানো হয় এভারেস্ট ও কাঞ্চনজঙ্ঘা জয়ী রুদ্রপ্রসাদ হালদারের মাউন্ট শিকার বেহ গুপ্তা।

Advertisement

এই অনুষ্ঠানে ‘ওয়েস্ট বেঙ্গল মাউন্টেনির্য়াস অ্যান্ড ট্রের্কাস কনফেডারেশন’-এর কার্যকরী কমিটির সদস্যদের এবং অন্যান্য গুণীজনেদের সম্মানিত করেন সোসাইটির কর্ণধার করুণাপ্রসাদ মিত্র। তাঁদের এই কার্যক্ষমতা আগামী প্রজন্মকে এই পথে যেতে প্রেরণা জোগাবে নিশ্চয়।

Advertisement

Advertisement