• facebook
  • twitter
Thursday, 20 March, 2025

পন্ডিত স্বপন চৌধুরীকে সংবর্ধনা

মূল অনুষ্ঠানটি এরপর ছিল পণ্ডিতজিকে সম্বর্ধনা প্রদান পর্ব। লখনউ ঘরানার বর্তমান খলিফা ওস্তাদ ঈমাজ খাঁ এই উপলক্ষে হাজির ছিলেন।

লখনউ ঘরনার জীবন্ত কিংবদন্তি ও বিশিষ্ট তবলাবাদক পণ্ডিত স্বপন চৌধুরী ৮০ বছরে পদার্পণ করবেন আগামী ৩০ মার্চ। এই উপলক্ষে চলবে উদযাপন সারা বছর জুড়ে অর্থাৎ ২০২৫ থেকে শুরু হয়ে শেষ হবে ২০২৬ সালে। এই উপলক্ষে ফেব্রুয়ারির আট তারিখ গোলপার্ক রামকৃষ্ণ মিশনের বিবেকানন্দ হলে এমনই একটি অনুষ্ঠানের আয়োজন ছিল। যেটি করেছিল দিল্লির সংস্থা ‘ক্লাসিক্যাল কনসেপ্টস’ ও কর্ণধার আশিস সেনগুপ্ত। গুরুর প্রতি কৃতজ্ঞতা স্বরূপ অত্যন্ত শ্রদ্ধা ভরে এই আয়োজনটি করেছিলেন, যার প্রতিফলন দেখা যায় কানায় কানায় পরিপূর্ণ প্রেক্ষাগৃহে দর্শকদের উপস্থিতি। অনুষ্ঠান শুরু হয় মঙ্গলবাদ্য সানাইয়ের মাঙ্গলিক সুরে। জনাব হাসান হায়দার খাঁর রাগ ভীমপলাশীতে। তবলায় ছিলেন রাজনারায়ণ ভট্টাচার্য । এরপর রামকৃষ্ণ মিশনের সাধারণ সম্পাদক স্বামী সুপর্ণানন্দ মহারাজকে সংবর্ধনা প্রদান করা হয়; তিনি বক্তব্য রাখেন।

মূল অনুষ্ঠানটি এরপর ছিল পণ্ডিতজিকে সম্বর্ধনা প্রদান পর্ব। লখনউ ঘরানার বর্তমান খলিফা ওস্তাদ ঈমাজ খাঁ এই উপলক্ষে হাজির ছিলেন। রাখলেন তার আশীর্বাদ। মঞ্চে দেখা গেল রাজ্যের মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়কে। পণ্ডিতজির হাতে একে একে তুলে দেওয়া হল উত্তরীয়, পুষ্প, মিষ্টি সম্মান স্মারক ইত্যাদি আরও কত কিছু। ভিডিওতে শুভেচ্ছা বার্তা রাখতে দেখা গেল পণ্ডিত হরিপ্রসাদ চৌরাসিয়া, উস্তাদ আমজাদ আলি খাঁ, মঞ্জুশ্রী চ্যাটার্জী, পণ্ডিত কুমার বোস, পণ্ডিত নয়ন ঘোষকে। বিখ্যাত এই মানুষটি শেষ বেলায় মন ভরালেন তবলা লহরায়। শুরুতেই জানিয়ে দিলেন ছোট করে বাজাবেন, কারণ সময় কম। হিরন্ময় মিত্রের নগমায় শোনালেন পেশকার, পাল্টা ঠেকা, কায়দা, কায়দা রেলা, গত, পরণ, চক্রাদার, টুকরা ইত্যাদি অমূল্য সব পরিবেশনা।