পশ্চিমবঙ্গের দুর্গাপুজোর আবহে শিল্প ও সংস্কৃতিকে সম্মান জানাতে বিশেষ উদ্যোগ নিল টাটা টি গোল্ড। এ বছর সংস্থাটি ‘বাংলার শিল্পী সজ্জিত পুজো’ নামে এক অনন্য প্রচারাভিযান শুরু করেছে। এর মাধ্যমে রাজ্যের বিভিন্ন শ্রেণির শিল্পীকে তাঁদের কাজের স্বীকৃতি দেওয়ার পাশাপাশি দুর্গাপুজোর সঙ্গে যুক্ত করা হচ্ছে বিশেষ ক্যাম্পেইনের মাধ্যমে।
সংস্থার তরফে জানানো হয়েছে, এবারের উদ্যোগে শহরের নানা প্রান্তে শিল্পীদের সৃষ্টিকে তুলে ধরা হবে টাটা টি গোল্ড-এর প্যাকেজিং-এ। থাকছে শঙ্খ, ধুনুচি, ঢাক, আলপনা-সহ একাধিক শিল্পকর্মের ছাপ। এছাড়া ডিজিটাল আর্ট ও মুরালের মাধ্যমে রাজ্যের বিভিন্ন এলাকায় দুর্গাপুজোর শিল্পনির্ভর প্রচার চালানো হবে।
Advertisement
এই প্রচারের অংশ হিসেবে টাটা টি গোল্ড এক বিশেষ টিভিসি প্রকাশ করেছে। সেখানে তুলে ধরা হয়েছে বাংলার জীবন্ত শিল্প ঐতিহ্য— পটুয়া শিল্প, ধুনুচি নাচ, শঙ্খ বাজানো, আলপনা আঁকা-সহ নানা শিল্পকর্মের দৃশ্য। সংস্থা জানিয়েছে, দুর্গাপুজো শুধুমাত্র একটি উৎসব নয়, বরং বাংলার সংস্কৃতি ও ঐতিহ্যের মিলনক্ষেত্র। তাই শিল্পীদের অবদানকে সামনে আনার মধ্য দিয়েই এ বছর গ্রাহকদের সঙ্গে সাংস্কৃতিক সংযোগ আরও মজবুত করতে চাইছে তারা।
Advertisement
কোম্পানির তরফে জানানো হয়েছে, পশ্চিমবঙ্গের জন্য দুর্গাপুজো একটি আবেগের নাম। তাই শিল্পীদের সম্মান জানিয়ে উৎসবের সঙ্গে গ্রাহকদের একাত্ম করা ব্র্যান্ডের উদ্দেশ্য। বিশেষ করে প্যাকেজিং থেকে শুরু করে বিজ্ঞাপন ও ডিজিটাল প্রচারে স্থানীয় শিল্পরূপের ব্যবহার এ বছরকে দিয়েছে আলাদা মাত্রা।
শিল্পীরা জানিয়েছেন, টাটা টি গোল্ড-এর এই পদক্ষেপ তাঁদের সৃষ্টিকে আরও বেশি মানুষের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে। একই সঙ্গে দুর্গাপুজোর আবেগ ও উৎসবের তাৎপর্যকে ব্যবসায়িক প্রচারের সঙ্গে যুক্ত করার এই প্রয়াসকে ইতিবাচক ভাবেই দেখছেন তারা।
এভাবে দুর্গাপুজোর বাজারে সাংস্কৃতিক আবেদনকে কাজে লাগিয়ে ব্র্যান্ড সচেতনতা বাড়াতে চাইছে টাটা টি গোল্ড। বিশেষজ্ঞরা মনে করছেন, এ ধরনের উদ্যোগ গ্রাহকের মনে সংযোগ গড়ে তোলে এবং উৎসবের মরশুমে বিক্রির ক্ষেত্রেও ইতিবাচক প্রভাব ফেলে।
Advertisement



