বর্তমানে যে পরিস্থিতি তাতে বহুমূল্যবান ধাতু হিসেবে পরিচিত সোনার দাম বাড়লে তাতে মানুষ আশ্চর্য হন না, কমলে আশ্চর্যে পড়ে যান। এই ধারা বজায় রেখে মঙ্গলবারও বাড়লো সোনার দর। কিন্তু এরই মাঝে একেকটি ধাতু নিয়ে গুরুত্বপূর্ণ খবর হল. আকাশ ছুঁয়েছে তার দরও। মূল্যের নিরিখে সাদা ধাতু রুপোকে আর হলুদ ধাতুর থেকে কম ভাববেন না যেন। কারণ রুপো পার করে ফেলল ১ লক্ষ টাকার গন্ডি।
সোমবার বাজার খুলতেই কলকাতায় ১০ গ্রাম ২৪ ক্যারাট খুচরো পাকা সোনার দাম দাঁড়িয়েছে ৮৮,৩৫০ টাকা। ৩% জিএসটি যোগ করে ৯১,০০০.৫০ টাকা। গয়নার হলমার্ক সোনা ৮৪,০০০ টাকায় পৌঁছেছে। কর নিয়ে ৮৬,৫২০ টাকা। প্রত্যেকটিই নতুন রেকর্ড। অন্য দিকে, এক কেজি খুচরো রুপো এই প্রথম কর ছাড়াই ১ লক্ষ টাকার মাইলফলক ছুঁয়েছে। ৩% কর যোগ করলে দাম ১.০৩ লক্ষ। খুচরো রুপো ৯৯,৯০০ টাকা। করের হিসাব কষলে ১,০২,৮৯৭ টাকা।
Advertisement
সোনা-রুপো বিশেষজ্ঞরা বলছেন, সোনা আর রুপোর এই দাম বৃদ্ধির পেছনে কাজ করছে বিশ্ব বাজারে শুল্ক যুদ্ধ। দ্বিতীয়বার মার্কিন প্রেসিডেন্ট হিসেবে পদে বসেই নানা দেশের পণ্যের ওপর শুল্ক বসিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। যার বিরুদ্ধে পাল্টা দিতে দেখা গেছে ব্রিটেন, মস্কো, চিনকে। শুরু হয়ে গিয়েছে শুল্ক্ যুদ্ধ। এই আবহে বিশ্ব বাজারে অনিশ্চিত অবস্থার কারণে তুলনামূলক ‘নিরাপদ’ লগ্নিপণ্য হিসেবে সোনা-রুপোর চাহিদা বাড়ছে। বিশেষত সোনার। গয়নার বিক্রি তেমন না বাড়লেও লগ্নির চাপই বাড়িয়ে তুলছে তার দাম। গয়না ব্যবসায়ীরা বলছেন, সোনার দাম বৃদ্ধির সঙ্গে তাল মিলিয়ে রুপোর দামও বৃদ্ধি পায়। কিন্তু বর্তমানে ১ লক্ষ টাকা হলেও সোনার তুলনায় রুপোর দাম এখনও কম। তাই মনে করা হচ্ছে ফলে আগামী দিনে আরও বৃদ্ধি পেতে পারে রুপোর দাম।
Advertisement
Advertisement



