নিজস্ব প্রতিনিধি— সস্ত্রীক দক্ষিণ কলকাতার নিউ আলিপুরের সুরুচি সঙ্ঘের ঠাকুর দেখতে এসে রাজ্যে ফের বিনিয়োগের কথা জানিয়েছেন শিল্পপতি তথা জিন্দল গোষ্ঠীর কর্ণধার সজ্জন জিন্দল। এই পুজো মন্ত্রী অরূপ বিশ্বাসের পুজো হিসেবে পরিচিত। এদিন সজ্জন ও তাঁর স্ত্রীকে পুজো মণ্ডপে স্বাগত জানান অরূপ।
প্রতিমা দর্শনের পর সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে সজ্জন বলেন, ‘আমার মাথায় অনেক প্ল্যান রয়েছে। কিন্তু তার কতটা বাস্তবায়িত করার সুযোগ পাওয়া যাবে তা মা দুর্গার উপর নির্ভর করছে। বাংলায় বড় বিনিয়োগের পরিকল্পনা রয়েছে আমার।’ তিনি আরও জানান, বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলনে তিনি নিজের মতামত জানিয়েছিলেন। তিনি সবসময় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সহযোগিতা পেয়েছেন বলে জানান সজ্জন।
Advertisement
উল্লেখ্য, এই প্রথম কলকাতায় দুর্গাপুজো দেখছেন সজ্জন। নিজের প্রথমবারের অভিজ্ঞতা ভাগ করে নিয়ে তিনি বলেছেন, ‘আমার স্ত্রী সঙ্গীতা এখানকার মানুষ, তাই তিনি এখানে বহু বার এসেছেন। এখানে এসে আমার ভালো অভিজ্ঞতা হয়েছে। এখানকার মণ্ডপসজ্জা একেবারেই ভিন্ন ধরনের। আমরা মুম্বইতে থাকি। তাই আমরা সেখানকার গণেশ পুজোর কথাই জানি। কিন্তু এখানকার শিল্পীদের তৈরি মণ্ডপ সত্যিই অন্য মাত্রা পাচ্ছে। তাই এই উৎসব ইউনেস্কোর ঐতিহ্যে শামিল হয়েছে।’ মণ্ডপ সজ্জা ও প্রতিমার ভিডিও রেকর্ডিং করেছেন সজ্জন। তিনি এই ভিডিওগুলি নিজের সন্তানদের দেখাতে চান। পাশাপাশি অবসর সময়ে নিজেও দেখতে চান।
Advertisement
Advertisement



