উজ্জ্বলা যোজনায় নতুন শর্ত, বাড়িতে টোটো থাকলে মিলবে না সুবিধা

কেন্দ্রীয় সরকারের উজ্জ্বলা গ্যাস প্রকল্পের নয়া নির্দেশিকা প্রকাশিত হওয়ার পর থেকে তাজ্জব আর উদ্বিগ্ন হয়ে পড়েছেন গ্যাস ব্যবহারকারী এবং ডিলাররাও। নতুন নিয়ম অনুযায়ী, পরিবারের কাছে যদি টোটো বা অন্য কোনও তিন চাকার যান থাকে, তাহলে সেই পরিবার উজ্জ্বলা গ্যাস সংযোগের সুবিধা পাবেন না।

ডিলারদের দাবি, এটি বাস্তব পরিস্থিতির সঙ্গে মেলানো কঠিন। অনেক পরিবার টোটো কিনেছেন লোনে বা জীবিকা নির্বাহের জন্য, অর্থনৈতিকভাবে তারা সমৃদ্ধশালী নন। এছাড়াও, নতুন শর্তে বলা হয়েছে, যদি পরিবারের মাসিক আয় ১০ হাজার টাকার বেশি হয় বা বাড়ির কার্পেট এরিয়া ৩০ স্কোয়ার মিটারের বেশি হয়, তারা প্রকল্পের বাইরে থাকবেন। এমনকি যদি পরিবারের কাছে মাছ ধরার নৌকা বা কৃষি সংক্রান্ত তিন-চার চাকার যন্ত্রাংশ থাকে, সেটিও বাধা হিসেবে গণ্য করা হবে।

পূর্ব বর্ধমানের গ্যাস ডিলার রাজীব ভৌমিক বলেন, ‘উপভোক্তাদের আবেদনপত্র যাচাই করার পরই সংযোগ দেওয়া হবে। মন্ত্রক যে শর্ত দিয়েছে, সেগুলি মানতে হবে।’ তিনি আরও বলেন, বাড়িতে গেলে কেউ যদি বাইরে টোটো রাখে, তা যাচাই করা ডিলারের পক্ষে সম্ভব নয়।


গ্যাস উৎপাদনকারী সংস্থা সূত্রে জানা গিয়েছে, আগের ধাপে অনেক ধনী পরিবারও এই প্রকল্পের সুবিধা নিয়েছিলেন। সেই কারণে এবার নতুন শর্ত আরোপ করা হয়েছে। তবে সব শর্ত মানা হলে প্রকল্পের সুবিধা পাবেন কেবল কয়েকটি পরিবার। ডিলাররা আশঙ্কা করছেন, বহু আবেদনপত্র বাতিল হবে।

ডিলারদের মতে, টোটো বা অন্য তিন চাকার যান কেউ শখে কেনে না। সংসারের খরচ তুলতে এই যানগুলি ক্রয় করা হয়। যদি এই যানগুলিকে শর্তের বাইরে রাখা হতো, তবে বহু দরিদ্র পরিবার প্রকল্পের সুবিধা পেতে পারতেন।