ডিমের রেকর্ড পরিমাণ দামের লাগাম টানতে তুরস্ক ও দক্ষিণ কোরিয়া থেকে ডিম আমদানির পরিকল্পনা করেছে ট্রাম্প প্রশাসন । এ দুই দেশ ছাড়াও অন্যান্য দেশ থেকে ডিম আমদানির জন্যও যোগাযোগ করছে আমেরিকা। সম্প্রতি আমেরিকায় ছড়িয়ে পড়া বার্ড ফ্লু মহামারি মোকাবিলায় এ পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে। প্রশাসনের এক বিলিয়ন ডলারের পরিকল্পনার ঘোষণার পর এ উদ্যোগ নেওয়া হয়েছে।
বার্ড ফ্লু ছড়িয়ে পড়ায় গত বছর বাইডেন প্রশাসন লক্ষ লক্ষ মুরগি মারার নির্দেশ দেয়। যার ফলে ডিমের দাম আরও বেড়ে যায়। তবে, ট্রাম্পের দ্বিতীয় মেয়াদের শুরুর দিকেও ডিমের দাম ঊর্ধ্বমুখী ছিল।
হোয়াইট হাউসের কৃষি বিষয়ক সচিব ব্রুক রলিন্স জানিয়েছেন, “আমরা স্বল্পমেয়াদে কয়েক মিলিয়ন ডিম আমদানির বিষয়ে আলোচনা করছি।”
Advertisement
ট্রাম্পের দাম কমানোর প্রতিশ্রুতি সত্ত্বেও, গত বছরে ডিমের মূল্য ৬৫ শতাংশের বেশি বেড়েছে এবং ২০২৫ সালে এটি আরও ৪১ শতাংশ বৃদ্ধির পূর্বাভাস দেওয়া হয়েছে।
Advertisement
ট্রাম্প প্রশাসন জানিয়েছে, বাণিজ্যিক ডিম খামারগুলোর জন্য বিনামূল্যে পরামর্শ সেবা ও সর্বোত্তম চর্চা সংক্রান্ত নির্দেশিকা প্রদান করা হবে। পাশাপাশি, বার্ড ফ্লুর বিস্তার রোধে সহায়তা করতে ঝুঁকিপূর্ণ খামারগুলোর জন্য ৭৫ শতাংশ পর্যন্ত খরচ বহন করা হবে।
গত বছরের প্রেসিডেন্ট নির্বাচনে ডিমের দাম ট্রাম্পের জন্য একটি প্রধান রাজনৈতিক ইস্যু হয়ে ওঠে। কারণ তিনি নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধি নিয়ে ভোটারদের হতাশা কাজে লাগাতে চেয়েছিলেন।
এই মাসের শুরুতে মার্কিন কংগ্রেসে ভাষণ দেওয়ার সময়, তিনি ডিমের মূল্যবৃদ্ধির জন্য তার পূর্বসূরি জো বাইডেনকে দায়ী করেন।
ট্রাম্প জানিয়েছেন, ‘জো বাইডেন বিশেষ করে ডিমের দাম নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে দিয়েছেন এবং আমরা এটিকে স্বাভাবিক অবস্থায় ফেরানোর জন্য কঠোর পরিশ্রম করছি।’
Advertisement



