• facebook
  • twitter
Monday, 14 July, 2025

আইটিসি-র সিএসআর উদ্যোগ

সামাজিকভাবে লিঙ্গ বৈষম্য দূর করতেই এই পদক্ষেপ যাতে বাড়ির পরিচ্ছন্নতায় ছেলে এবং মেয়ে দু’জনকেই সামিল করা যায়।

প্রতিনিধিত্বমূলক চিত্র

পরিচ্ছন্নতার পাঠ শৈশবেই দেওয়া উচিত। আর এক্ষেত্রে সন্তানদের মধ্যে কোনও লিঙ্গ বৈষম্য করা উচিত নয়। বাড়ি পরিষ্কার রাখার দায়িত্ব মায়েদের বা প্রকারান্তরে মেয়েদের সেটাই পরম্পরাগতভাবে শেখানো হয় আমাদের। সেই সামাজিক ট্যাবুকে ভাঙার উদ্যোগ নিল আইটিসি গ্রুপ। সংস্থার কর্পোরেট সোশ্যাল রেসপনসিবিলিটির অঙ্গ হিসেবে তারা শুরু করেছে ‘আইটিসি নিমাইল ক্লিন ইকুয়াল মিশন’। সম্প্রতি কলকাতায় এক অনুষ্ঠানের আয়োজন হয় যেখানে উপস্থিত ছিলেন অভিনেত্রী কঙ্কণা সেন শর্মা, সংস্থার ভাইস প্রেসিডেন্ট মার্কেটিং সঞ্জয় শ্রীনিবাস, এডুকেটর অ্যান্ড পেরেন্টিং মেন্টর কিরণময়ী চৌধুরী, সীমা সপ্রু অধ্যক্ষা হেরিটেজ স্কুল।

সঞ্জয় শ্রীনিবাস বলেন, ক্লিন ইকুয়াল টুডে ফর আ ক্লিন ইকুয়াল টুমরো এটাই আমাদের উদ্যোগের মূল মন্ত্র। অর্থাৎ সামাজিকভাবে লিঙ্গ বৈষম্য দূর করতেই এই পদক্ষেপ যাতে বাড়ির পরিচ্ছন্নতায় ছেলে এবং মেয়ে দু’জনকেই সামিল করা যায়। আগামী দিনে পরিবেশ গঠনেও যা সহায়ক হবে। ভারত জুড়ে এই ভেদাভেদ দূর করতেই এই উদ্যোগ।’
কঙ্কণা বলেন, ‘শরীরের পরিচ্ছন্নতা যেমন স্বাভাবিকভাবে আসে সেভাবেই বাড়ির পরিচ্ছন্নতাকেও গুরুত্ব দিতে হবে। একটি পুত্র সন্তানের মা হিসেবে আমি ছেলেকে এই বয়সেই এটুকু শেখাতে পেরেছি যে, ঘরদোর পরিষ্কার করা বা নিজের বাসনটা নিজে পরিষ্কার করার মধ্যে অসম্মান তো নেই-ই বরং তা পরবর্তী জীবনে তাকে সম্মানই এনে দেবে।’
প্রাইমারি স্কুলগুলিকে ঘিরে শুরু হয়েছে এই উদ্যোগ কিন্তু এটি ক্রমশ বৃহত্তর প্রসার লাভ করবে বলে জানানো হয়েছে সংস্থার তরফে।