আগামী এপ্রিলে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার (আরবিআই) মুদ্রানীতি কমিটির বৈঠক রয়েছে। এখন সেই বৈঠকের দিকে তাকিয়ে মধ্যবিত্ত শ্রেণী। কারণ এই বৈঠকে বাড়ি-গাড়ির ঋণের কিস্তি কমার আশা প্রকাশ করা হয়েছে ব্যাঙ্ক অফ আমেরিকার (বিওএফএ) গ্লোবাল রিসার্চ রিপোর্ট। রিপোর্টে দাবি করা হয়েছে, আরবিআইয়ের বৈঠকে এ ব্যাপারে সদর্থক সিদ্ধান্ত নেওয়া হয়ে পারে।
যদিও এ বিষয়ে আরবিআই তরফে কোনও কিছু জানান হয়নি। বিওএফএ-র দাবি, এপ্রিল রেপো রেট ২৫ বেসিস পয়েন্ট কমাবে আরবিআই। এতে সুদের হার নেমে আসবে ছ’শতাংশে। শুধু তা-ই নয়, আগামী কয়েক মাস মুদ্রাস্ফীতির হার চার শতাংশের নীচে থাকবে বলে মনে করছে ব্যাঙ্ক অফ আমেরিকা। বিনিময় সুদের হারের চাপ উল্লেখযোগ্যভাবে হ্রাস পাবে বলে রিপোর্টে লিখেছে ওই আর্থিক প্রতিষ্ঠান। তবে বিশ্ব অর্থিনীতিতে বেশ কিছু ক্ষেত্রে অনিশ্চয়তা আনতে চলেছে ডোনাল্ড ট্রাম্পের পারস্পরিক শুল্ক নীতি।
Advertisement
এই নীতি ২ এপ্রিল থেকে চালু করার সিদ্ধান্ত নিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই অনিশ্চয়তার মধ্যেও বিওএফএ দাবি আমেরিকার পারস্পরিক শুল্ক নীতির সিদ্ধান্ত আরবিআইয়ের মুদ্রানীতি কমিটির সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে কোনও প্রভাব বিস্তার করবে না। উল্লেখ্য, এ বছরের ৭ ফেব্রুয়ারি রেপো রেট বদল করে রিজার্ভ ব্যাঙ্ক। ওই দিন ২৫ বেসিস পয়েন্ট কমানোর কথা ঘোষণা করেন আরবিআইয়ের গভর্নর সঞ্জয় মলহোত্রা। ফলে রেপো রেট ৬.৫ শতাংশ থেকে কমে ৬.২৫ শতাংশে নেমে এসেছে। দু’মাসের মাথায় ফের রেপো রেট হ্রাস করলে ব্যাঙ্কের ঋণগ্রহণকারীরা যে বেশ স্বস্তি পাবেন, তাতে কোনও
সন্দেহ নেই।
Advertisement
Advertisement



