• facebook
  • twitter
Friday, 5 December, 2025

মহালয়ার পর ফের ঊর্ধ্বমুখী সোনা, চিন্তায় ব্যবসায়ীরা

দুর্গাপুজোর আগে ফের বাড়ল সোনার দাম। খুব একটা প্রয়োজন ছাড়া কেউই সোনার দোকানমুখো হচ্ছে না। এর ফলে চিন্তা বাড়ছে ক্রেতা ও স্বর্ণ ব্যবসায়ীদের।

প্রতিনিধিত্বমূলক চিত্র

দুর্গাপুজোর আগে ফের বাড়ল সোনার দাম। খুব একটা প্রয়োজন ছাড়া কেউই সোনার দোকানমুখো হচ্ছে না। এর ফলে চিন্তা বাড়ছে ক্রেতা ও স্বর্ণ ব্যবসায়ীদের। গয়নার বিক্রি কমে যাওয়ায় মন ভালো নেই ছোট সোনার দোকানের মালিকদেরও। একই সঙ্গে চিন্তায় পড়েছে গোল্ড লোন প্রদানকারী সংস্থাগুলোও।

২২ ক্যারাট সোনার দাম গ্রামের নিরিখে – বুধবার, ২ অক্টোবর, ২০২৪ তারিখে ১০ গ্রাম ২২ ক্যারাট সোনার দাম ছিল ৬৮,৮৮১ টাকা। বৃহস্পতিবার, ৩ অক্টোবর, ২০২৪ তারিখে সমপরিমাণের সমমানের সোনার দাম ১০১ টাকা বৃদ্ধি পেয়ে ৬৯,১৭২ টাকা হয়েছে।

Advertisement

২৪ ক্যারাট সোনার দাম গ্রামের নিরিখে – বুধবার, ২ অক্টোবর, ২০২৪ তারিখে ১০ গ্রাম ২৪ ক্যারাট সোনার দাম ছিল ৭৫,১৯৭ টাকা। বৃহস্পতিবার, ৩ অক্টোবর, ২০২৪ তারিখে সমপরিমাণের সমমানের সোনার দাম ৪৪৩ টাকা বৃদ্ধি পেয়ে ৭৫,৫১৫ টাকা হয়েছে।

Advertisement

সমস্ত ক্রেতা-বিক্রেতাদের এটা মনে রাখা উচিত যে ইন্ডিয়ান বুলিয়ান অ্যান্ড জুয়েলারি অ্যাসোসিয়েশনের জারি করা হারগুলি সারা দেশে বৈধ। এর সঙ্গে জিএসটি যোগ করে চূড়ান্ত দাম নির্ধারণ করা হয়। এই গুডস অ্যান্ড সার্ভিসেস ট্যাক্সের কারণেই সোনার দাম একটু বেশি হয়ে যায়।

সোনার গয়না কেনার আগে ২৪ ক্যারেট ও ২২ ক্যারেট সোনার মধ্যে পার্থক্য জেনে নেওয়া জরুরি। ২৪ ক্যারেটে ১০০ শতাংশ খাঁটি সোনা থাকে। অর্থাৎ, কণামাত্র ভেজালও এতে থাকে না। কিন্তু, রুপো বা তামার মতো মিশ্রিত ধাতুগুলি ২২ ক্যারেটে যুক্ত করা হয়। এতে ৯১.৬৭ শতাংশ বিশুদ্ধ সোনা থাকে।

Advertisement