• facebook
  • twitter
Friday, 5 December, 2025

বেড়েই চলেছে সোনার দাম, মাথায় হাত বিক্রেতাদের

২৪ ক্যারেটের ১ গ্রাম সোনার দাম হয়েছে ৭৭০৩ টাকা

দুর্গাপুজোর আবহে ক্রমশ বাড়ছে সোনার দাম। যার জেরে পুজোর মুখে চিন্তা বাড়ছে ক্রেতা ও স্বর্ণ ব্যবসায়ীদের। বিয়ের জন্য যাঁদের গয়না কিনতেই হবে তাঁরা রীতিমতো হতাশ। গয়নার বিক্রি কমে যাওয়ায় মন ভালো নেই ছোট সোনার দোকানের মালিকদেরও।

বৃহস্পতিবারও বাড়ল সোনার দাম। পাশাপাশি রুপোর দামও বেড়েছে। বৃহস্পতিবার ২২ ক্যারেটের ১ গ্রাম সোনার দাম হল ৭ হাজার ৬১ টাকা। ১০ গ্রাম সোনার দাম ৭০ হাজার ৬১০ টাকা। ১০০ গ্রাম সোনা কিনতে খরচ পড়বে ৭ লক্ষ ৬ হাজার টাকা। একদিনে ১০০ টাকা দাম বেড়েছে।

Advertisement

২৪ ক্যারেটের ১ গ্রাম সোনার দাম হয়েছে ৭৭০৩ টাকা। ১০ গ্রাম সোনার দাম হল ৭৭ হাজার ৩০ টাকা। ১০০ গ্রাম সোনার দাম পড়বে ৭ লক্ষ ৭০ হাজার ৩০০ টাকা। একদিনে ১০০ টাকা দাম বেড়েছে।

Advertisement

বেড়েছে ১৮ ক্যারেটের সোনার দামও। ১ গ্রাম সোনার দাম এদিন হয়েছে ৫৭৭৮ টাকা। ১০ গ্রাম সোনার দাম হল ৫৭ হাজার ৭৮০ টাকা। ১০০ গ্রাম সোনার দাম হয়েছে ৫ লক্ষ ৭৭ হাজার ৮০০ টাকা। একদিনে ১০০ টাকা দাম বেড়েছে।

সোনার দামের পাশাপাশি বৃহস্পতিবার রুপোর দামও বেড়েছে। ১ কেজি রুপোর দাম হল ৯৫ হাজার ১০০ টাকা। একদিনে ১০০ টাকা দাম বেড়েছে।

স্বর্ণ ব্যবসায়ীদের সর্বভারতীয় সংগঠন অল ইন্ডিয়া জেম অ্যান্ড জুয়েলারি ডোমেস্টিক কাউন্সিলের ডিরেক্টর সমর দে জানান, ‘পুজোর বাজার ভাল চলছে না। বিশেষ প্রয়োজন ছাড়া কেউ গয়না কিনছেন না। দাম আরও বাড়তে পারে।’

অখিল ভারতীয় স্বর্ণশিল্পী সঙ্ঘের সাধারণ সম্পাদক টগর পোদ্দারের কথায়, ‘বহু ছোট সোনার দোকানের বিক্রি পুরো বন্ধ। ফলে গয়নার বরাতও কমে গিয়েছে।’

Advertisement