• facebook
  • twitter
Friday, 30 January, 2026

এবার থেকে সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে যাবে পোস্ট অফিসের টাকা

পোস্ট অফিসের সফটওয়্যারে বিশেষ পরিবর্তন আনা হচ্ছে।  নতুন এই নিয়মে এবার ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি টাকা জমা করার পথও খুলে গেল।

পোস্ট অফিসে এতদিন টাকা তোলার জন্য তিনটি পদ্ধতি অবলম্বন করা হতো। এবার টাকা তোলার ক্ষেত্রে আরও একটি নতুন পদ্ধতির সংযোজন করতে চলেছে ডাক বিভাগ।  পোস্ট অফিসের আমানত করা টাকা  সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা করতে পারবেন গ্রাহকরা। ইসিএস বা ইলেকট্রনিক ক্লিয়ারেন্স সার্ভিসের মাধ্যমে এই পরিষেবা দেবে ডাক বিভাগ।

এজন্য পোস্ট অফিসের সফটওয়্যারে বিশেষ পরিবর্তন আনা হচ্ছে।  নতুন এই নিয়মে এবার ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি টাকা জমা করার পথও খুলে গেল। ডাকবিভাগের দাবি, এতে গ্রাহকের সময় বাঁচবে এবং কোনও জটিলতা ছাড়াই অতি দ্রুত নগদ আদানপ্রদান সম্ভব হবে।

Advertisement

উল্লেখ্য, এতদিন পোস্ট অফিসে যে তিনটি পদ্ধতি ছিল, সেগুলি হল নির্দিষ্ট সীমা পর্যন্ত নগদ টাকা তোলা, পোস্ট  অফিস সেভিংস অ্যাকাউন্টে সরাসরি জমা করা এবং ‘পোস্টমাস্টার চেকবুক’-এর মাধ্যমে টাকা নেওয়া এবং সেই চেক অন্যত্র জমা করা।

Advertisement

Advertisement