পাকিস্তান থেকে প্রতারণার ছক, বিপদে বাঁচার পথ জানাল কেন্দ্র

Written by SNS April 12, 2024 12:44 pm

দিল্লি, ১১ এপ্রিল— মোবাইল সংস্থা, ব্যাঙ্ক, পুলিশ, কেন্দ্রীয় এজেন্সির প্রতিনিধি সেজে ফোন করে আর্থিক প্রতারণা করা এখন নিত্য-নৈমিত্তিক ব্যাপার হয়ে দাঁড়িয়েছে৷ এই সমস্ত প্রতারণাচক্র থেকে বাঁচতে প্রতিবারই সরকার তরফে নানান হুঁশিয়ারি ও গাইডলাইন দেওয়া হয়৷ এবার নির্দিষ্ট কিছু নম্বর উল্লেখ কর সতর্ক করল কেন্দ্র৷ প্রয়োজনে অভিযোগ জানাতেও বলা হয়েছে গ্রাহকদের৷ কৃত্রিম মেধা নির্ভর ওই প্রযুক্তি কাজে লাগিয়ে এর আগে বিনোদন, খেলা এবং রাজনৈতিক জগতের বেশ কয়েকজন জনপ্রিয় ব্যক্তিত্বের ভুয়ো ভিডিও তৈরির অভিযোগ উঠেছে৷ সেগুলি নিয়ে উত্তাল হয় নেট দুনিয়া৷ এ বার লগ্নির জগতে একই ঘটনায় প্রমাদ গুনছে সংশ্লিষ্ট মহল৷ তাদের আশঙ্কা, সাধারণ মানুষের কষ্টের রোজগার নিমেষে উধাও হতে পারে এর জেরে৷ কেন্দ্রের নয়া নির্দেশিকায় বিদেশি নম্বর থেকে আসা ফোনের ব্যাপারে সাবধান করা হয়েছে৷ +৯২ দিয়ে শুরু নম্বরের বিষয়ে বলা হয়েছে, এটি আসলে পাকিস্তানের কোড৷ টেলিকম মন্ত্রকের নির্দেশিকায় বলা হয়েছে, ভুয়ো কল করে গ্রাহকদের থেকে ব্যক্তিগত তথ্য হাতানোর চেষ্টা হয়৷ এভাবেই টাকা আদায়ের একাধিক অভিযোগ উঠেছে৷ কেন্দ্রের তরফে বলা হয়েছে—

১. গ্রাহকদের সতর্ক করতে জানানো হয়েছে, টেলিকমিউনিকেশন বিভাগ কখনওই এই ধরনের ফোন করার জন্য কাউকে নিয়োগ করে না৷ অতএব, কোনওভাবেই ব্যক্তিগত তথ্য দেওয়া যাবে না৷
২. এই বিষয়ে অভিযোগ জানানো যাবে সঞ্চারসাথীর পোর্টালে ‘নো ইওর মোবাইল কানেকশন’-এ ক্লিক করে৷
৩. অভিযোগ জানাতে পারবেন সাইবার অপরাধ সংক্রান্ত হেল্পলাইন নম্বর ১৯৩০-এ৷
৪. সাইবার ক্রাইম শাখার পোর্টালে (www.cybercrime.gov.in) গিয়েও অভিযোগ জানাতে পারবেন৷