• facebook
  • twitter
Friday, 5 December, 2025

বিএনসিসিআই-তে জিএসটি ২.০ নিয়ে বিশেষ বৈঠক

উপস্থিত ছিলেন আয়কর দপ্তরের শীর্ষ কর্তারা

নিজস্ব চিত্র

ব্যবসায়িক ব্যবস্থাপনায় স্বচ্ছতা, সরলীকরণ ও দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে বৃহস্পতিবার কলকাতায় অনুষ্ঠিত হল বিএনসিসিআই–র আয়োজিত জিএসটি ২.০-কে কেন্দ্র করে বিশেষ সচেতনতামূলক বৈঠক। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আয়কর বিভাগের দুই শীর্ষ আধিকারিক— সিজিএসটি ও কেন্দ্রীয় আবগারি বিভাগের প্রধান মুখ্য কমিশনার শ্রী শ্রবণ কুমার এবং কমিশনার শ্রী ভিপি ওয়ানি।

চেম্বার সূত্রে জানা গিয়েছে, জিএসটি ২.০-র সম্ভাব্য কাঠামো, নীতি সংশোধন, নতুন নির্দেশিকা এবং ব্যবসায়িক দুনিয়ায় তার প্রভাব নিয়ে বিস্তারিত আলোচনা করেন এই দুই আয়কর কর্তা। ব্যবসায়ীরা যাতে আসন্ন পরিবর্তনের জন্য আগেভাগে প্রস্তুত থাকতে পারেন, সেই লক্ষ্যেই আয়োজন করা হয়েছে এই আলোচনাসভা।

Advertisement

চেম্বারের পক্ষ থেকেও এই বৈঠকে উপস্থিত ছিলেন শীর্ষ নেতৃত্বরা। উপস্থিত ছিলেন বিএনসিসিআই-এর সভাপতি শ্রী অশোক বণিক এবং সম্পাদিকা শ্রীমতি পল্লবী রায়। চেম্বারের বহু গণ্যমান্য সদস্যও যোগ দেন এই আলোচনায়। বৈঠকের মূল আলোচ্য বিষয়গুলির মধ্যে ছিল জিএসটি ২.০–এর লক্ষ্য, নতুন কাঠামোর সম্ভাব্য সুবিধা, ব্যবসায়ীদের জন্য জরুরি নির্দেশিকা এবং করকর্তাদের সঙ্গে সরাসরি প্রশ্নোত্তর পর্ব। বিএনসিসিআই জানিয়েছে, ব্যবসা ও শিল্পমহলকে ‘তথ্যসমৃদ্ধ ও প্রস্তুত’ করার উদ্দেশ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।

Advertisement

Advertisement