• facebook
  • twitter
Friday, 5 December, 2025

উপভোক্তাদের জন্য বড় ঘোষণা জীবনবিমার

এলআইসি-এর প্রোজেক্ট ডিভার আওতায় তৈরি করা হয়েছে এই নয়া মাধ্যম

প্রতীকী চিত্র

বিমা বিষয়ক নির্ভরতার কথা উঠলে সবার আগে এলআইসির কথাই সাধারণত মনে আসে। বিনিয়োগের ক্ষেত্রে এখনও বয়ঃজ্যষ্ঠরা এই সংস্থাতেই টাকা রাখার পরামর্শ দেন।

বিনিয়োগকারীরা জানেন শেয়ারের ঝুঁকিপূর্ণ বিনিয়োগ যেমন হঠাৎ আপনার টাকাকে খাটিয়ে বিপুল লাভের অঙ্ক এনে দিতে পারে, ঠিক তেমনই সেটি আপনার কষ্টের টাকাকে নিমেষে শেষও করে দিতে পারে। তাই সেই ঝুঁকিপূর্ণ বিনিয়োগের পাশাপাশি প্রয়োজন এমন একটি জায়গায় টাকা গচ্ছিত রাখা, যেখানে বিনিয়োগ করে মাথায় কোনও চিন্তা থাকবে না।

Advertisement

সেই বিনা ঝুঁকি কিন্তু ভালো রিটার্নের প্রয়োজনেই এলআইসির উপর মানুষের আস্থা। মানুষের এই আস্থাকেই আরও একটু বাড়িয়ে তুলতে, নয়া পদক্ষেপ নিল এই বিমা সংস্থা। সম্প্রতি মার্কেটিং প্রযুক্তি সংক্রান্ত একটি নয়া প্ল্যাটফর্ম চালু করার কথা ঘোষণা করেছে সংস্থা। মূলত, গ্রাহকদের কথা ভেবেই এই নয়া মাধ্যম তৈরির সিদ্ধান্ত তাদের।

Advertisement

এই প্রসঙ্গে সংস্থার কর্ণধার সিদ্ধার্থ মহন্তী জানিয়েছেন, ‘এই নয়া পদক্ষেপের মাধ্যমে ডিজিটাল দুনিয়ায় পা রেখেছে আমাদের সংস্থা। বিমা সেক্টরের জগতে এলআইসি-কে বিশ্বের দরবারে নিজেদের অস্তিত্ব কায়েম করতে অনেকটাই সাহায্য করবে এই নতুন মাধ্যম। পাশাপাশি, এজেন্টদের সঙ্গেও গ্রাহকদের যোগাযোগও বৃদ্ধি পাবে এর মাধ্যমে।’

কী এই নয়া পদক্ষেপ?
এলআইসি-এর প্রোজেক্ট ডিভার আওতায় তৈরি করা হয়েছে এই নয়া মাধ্যম। নাম দেওয়া হয়েছে মার-টেক। যার পুরো কথা মার্কেটিং টেকনোলজি। কিন্তু এতে সাধারণেরই বা কী সুবিধা হবে? জানা যাচ্ছে, এই নয়া মাধ্যমের হাত ধরে সংস্থার এজেন্টরা, অর্থাৎ যাঁরা বিনিয়োগকারীর হয়ে বিনিয়োগ করেন- তাঁদের সঙ্গে সম্পর্কের সেতু আরও মজবুত হবে উপভোক্তাদের।

Advertisement