মঙ্গলবার, সপ্তাহের দ্বিতীয় কাজের দিনে শুরু হয়েছে জুলাই মাস। নতুন মাস পড়তেই সকলে ব্যস্ত ছুটির তালিকা দেখতে। প্রতি মাসে রাজ্যভিত্তিক কবে ব্যাঙ্ক বন্ধ থাকবে, সেই তালিকায় বছরের প্রথমেই প্রকাশ করে দেয় রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। প্রতি মাসের জন্যই রয়েছে আলাদা আলাদা ছুটির তালিকা। দেশের শীর্ষ ব্যাঙ্কের নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্টস অ্যাক্টের অধীনে বিভিন্ন রাজ্যে স্থানীয় উৎসব এবং ধর্মীয় উৎসবের কারণে আলাদা আলাদা দিনে ব্যাঙ্ক বন্ধ থাকে।
জুলাই মাসে সব মিলিয়ে ১৩ দিন ব্যাঙ্ক বন্ধ থাকার কথা রয়েছে। ব্যাঙ্কে প্রতি সপ্তাহের রবিবারগুলি ছুটি থাকে। প্রতি মাসের দ্বিতীয় এবং চতুর্থ শনিবার ছুটি থাকে। সেগুলি হিসেব করলে চলতি মাসে ৬টি ছুটি রয়েছে ব্যাঙ্কগুলিতে। ১২ ও ২৬ জুলাই, শনিবার ছুটি থাকছে। ৬, ১৩, ২০ ও ২৭ জুলাই, রবিবার ছুটি থাকছে ব্যাঙ্কে। এই ৬ দিন সারা দেশের সকল ব্যাঙ্কের পাশাপাশি বাংলার ব্যাঙ্কগুলিও বন্ধ থাকবে। এই ছুটিগুলি ছাড়াও রাজ্যভেদে ৭ দিন ব্যাঙ্কে কোনও কাজ হবে না।
খারচি পুজো উৎসবের কারণে ৩ জুলাই ত্রিপুরার রাজধানী আগরতলায় ব্যাঙ্ক বন্ধ থাকবে। গুরু হরগোবিন্দ সিং-জির জন্মবার্ষিকী উপলক্ষে ৫ জুলাই জম্মু ও শ্রীনগরে ব্যাঙ্ক বন্ধ থাকবে। ১৪ জুলাই ঐতিহ্যবাহী উৎসব বেহ দিনখলাম উপলক্ষে মেঘালয়ের রাজধানী শিলংয়ের ব্যাঙ্কগুলি বন্ধ থাকবে। উত্তরাখণ্ডে হরেলা উৎসবের কারণে ১৬ জুলাই দেরাদুনে ব্যাঙ্ক ছুটি থাকবে। ১৭ জুলাই ইউ তিরট সিং-এর মৃত্যুবার্ষিকী উপলক্ষে শিলংয়ে ব্যাঙ্ক বন্ধ থাকবে। ১৯ জুলাই কের পুজো উপলক্ষে আগরতলায় ব্যাঙ্ক বন্ধ থাকবে। ২৮ জুলাই দ্রুকপা সে-জে উপলক্ষে গ্যাংটকের ব্যাঙ্কগুলি বন্ধ থাকবে।
ছুটির দিনগুলিতে ওই নির্দিষ্ট শহরগুলিতে থাকা যাবতীয় ব্যাঙ্কের সমস্ত শাখা বন্ধ থাকবে। তবে ডিজিটাল পরিষেবা, ইউপিআই পরিষেবা, ডেবিট ও ক্রেডিট কার্ড পরিষেবায় কোনও সমস্যা হবে না। চালু থাকবে অনলাইন ব্যাঙ্কিং লেনদেনও। ব্যাঙ্ক গ্রাহকদের পরামর্শ, যাঁরা নির্দিষ্ট দিনে গুরুত্বপূর্ণ ব্যাঙ্কিং কাজ সারতে চান, তাঁরা আগে থেকেই ছুটির তালিকা দেখে কাজ সেরে নিন। বিশেষ করে চেক ক্লিয়ারেন্স, ডিমান্ড ড্রাফট, ক্যাশ উইথড্রল বা জমা সংক্রান্ত কাজগুলি আগে থেকে করে নেওয়াই ভালো।