• facebook
  • twitter
Friday, 5 December, 2025

ভাইজানের হাতে কেন নীল ব্রেসলেট!

বলিউডের ' ভাইজান ' যবে থেকে সিনেমায় তাঁর পথ চলা শুরু করেছেন, তবে থেকেই তাঁর হাতে দেখা মেলে নীল রঙের ব্রেসলেটটির।

বলিউডের ‘ ভাইজান ‘ যবে থেকে সিনেমায় তাঁর পথ চলা শুরু করেছেন, তবে থেকেই তাঁর হাতে দেখা মেলে নীল রঙের ব্রেসলেটটির। এমনকি সলমানের ছবিতে কোনও কোনও দৃশ্যে, তাঁর ব্রেসলেট আলাদা করে নজর কাড়ে দর্শকদের। কখনওই ভাইজানকে ব্রেসলেট ছাড়া দেখা যায় না কোথাও। কিন্তু কেন ব্রেসলেটটি হাতছাড়া করেন না ভাইজান ? কী রহস্য রয়েছে এর নেপথ্যে? নিজেই তাঁর উত্তর দিলেন সলমান।

তিনি জানান, ছোটবেলা থেকেই তাঁর বাবা সেলিম খানকে নীল পাথরের ব্রেসলেট পরতে দেখেছেন। অধিকাংশ সময়ই তাঁর বাবা সেই ব্রেসলেট পরে থাকতেন। বাবার হাতের সেই ব্রেসলেট নজর কাড়ে সলমানেরও। সেলিম যখন বুঝতে পারেন ছেলের পছন্দ ব্রেসলেটটি, তখন পুত্রকে সেই একইরকম দেখতে ব্রেসলেট উপহার দেন সেলিম। অভিনয়তে তাঁর অভিষেকও ওই ব্রেসলেট পরেই। তাঁর কাছে এটি শুভ এবং বাবার আশীর্বাদ বলেই জানিয়েছেন সলমান।

Advertisement

Advertisement

Advertisement