ট্রেলার মুক্তি

ফাইল চিত্র

মুক্তি পেল কৃষ্ণেন্দু চট্টোপাধ্যায় পরিচালিত ছবি হাঙ্গামা.com-এর ট্রেলার। বহু বছর পর আবারো কৌশানি-বনির অনস্ক্রিন কেমিস্ট্রির সাক্ষী হতে চলেছেন দর্শক। এই ছবির হাত ধরে শ্রাবন্তী চট্টোপাধ্যায় এবং ওম দ্বিতীয়বার জুটি বাঁধছেন পর্দায়।

সমস্ত ক্লান্তি ফেলে রেখে, কাজের ফাঁকে এই ছবি মন খুলে হাসতে সাহায্য করবে। এমনটাই আশা রাখছেন ছবির পরিচালক। খুব শীঘ্রই মুক্তি পাবে ছবিটি।