থ্রিলারের মোড়কে এবার নতুন ছবি ‘আঁশ’। পরিচালনার দায়িত্বে রয়েছেন পরিচালক অনিন্দ্য বোস (মোটাভাই)। ছবির মুখ্য চরিত্রে রয়েছেন জ্যামি ব্যানার্জি, বরুন দে, পুষান দাসগুপ্ত, পূজা সরকার, মিশোর বোস, পারমিতা দাও,সৌম্য ভট্টাচার্য, শুভ্রপ্রকাশ মুখার্জী, সায়ন সূর্য,অভ্রনীল ঘোষ প্রমুখ। টানটান থ্রিলারে রহস্যের গল্প বলবে ছবি ‘আঁশ’।
ছবির মুখ্য চরিত্র সাব-ইন্সপেক্টর নির্ঝর নাথের চরিত্রে দেখা যাবে অভিনেতা জ্যামি ব্যানার্জিকে৷ শহরে পরপর খুন, আর সেই খুনের লিস্টে থাকে শহরের প্রতিষ্ঠিত বেশ কিছু মানুষের নাম। খুনী খুন করে শহরের শুধুমাত্র প্রতিষ্ঠিত ব্যক্তিদের। কিন্তু তাদের এই উজ্বল মুখের আড়ালে থাকা মুখোশে লুকিয়ে আছে ভয়ানক এক অন্যায়ের গল্প। শোষণ, নিপীড়ন আর রেহাই পেয়ে যাওয়ার ইতিহাস। এমন সময় এই কেসের তদন্তভার পড়ে সাব-ইন্সপেক্টর নির্ঝর নাথের হাতে৷ নির্ঝর একজন কড়া মেজাজের পুলিশ অফিসার।
প্রয়োজনে গুলি চালাতে পিছপা হন না। নির্ঝরের এই অন্যায়ের শেষ দেখে ছাড়ার প্রতিজ্ঞা, অন্যদিকে সমাজে এক অন্যায় করে থাকা প্রতিষ্ঠিত ব্যাক্তিরা। কোন দিকে এবার গল্প এগোবে, এই সবকিছু নিয়ে ছবি ‘আঁশ’। ছবিতে সিনেমাটোগ্রাফি করেছেন অর্কজ্যোতি চৌধুরী। ছবির শ্যুটিং হয়েছে কলকাতা শহরে৷ খুব তাড়াতাড়ি বড়োপর্দায় মুক্তি পাবে এই ছবি ‘আঁশ’। ছবিটি প্রযোজনা করেছেন ফাঙ্কি মাঙ্কি মিডিয়া এন্টারটেইনমেন্ট।