• facebook
  • twitter
Friday, 5 December, 2025

বনি-সৌরভ-অমৃতার ‘ঝড়’

এক ছবিতে বনি-সৌরভ-অমৃতা। প্রকাশ্যে এল ছবির ফার্স্ট লুক। অভিনেতা বনি-সৌরভের জুটির সঙ্গে এবার থাকছেন নবাগতা অভিনেত্রী অমৃতা।

এক ছবিতে বনি-সৌরভ-অমৃতা। প্রকাশ্যে এল ছবির ফার্স্ট লুক। অভিনেতা বনি-সৌরভের জুটির সঙ্গে এবার থাকছেন নবাগতা অভিনেত্রী অমৃতা। ছবির নাম ‘ঝড়’। পরিচালক অ্যান্থনি জেন।

বলাইবাহুল্য টানটান সাসপেন্স ও থ্রিলার ছবি ‘ঝড়’। ছবিতে মাইকেল নামে এক শিক্ষকের ভূমিকায় দেখা যাবে অভিনেতা বনি সেনগুপ্তকে। অন্যদিকে পুরোপুরি ভিন্ন চরিত্রে দেখা যাবে সৌরভ দাসকে। কালিম্পং শহরের সুন্দর সকাল। দেখা যায় জেন, মোনা, নাসিফা, শিখাকে তাদের কলেজ হোস্টেলে। এখান থেকেই শুরু হয় ছবির গল্প। রহস্যের মোড়কে সুন্দর একটি গল্প দর্শকদের উপহার দেবেন পরিচালক।

Advertisement

ছবিতে আরও যাঁরা অভিনয় করেছেন, তাঁদের মধ্যে আছেন লিজা গোস্বামী, রজতাভ দত্ত, চন্দন সেন, তুলিকা বসু, শান্তিলাল মুখার্জি। ছবির শ্যুটিং শুরু হয়েছে কলকাতা শহরে ও উত্তরবঙ্গে। ছবির মিউজিকের দায়িত্বে রয়েছেন সমিধ মুখার্জি৷

Advertisement

Advertisement