‘একসঙ্গে পথচলার অঙ্গীকার করেছে ফেডারেশন, চ্যানেল ও প্রযোজকরা’, টলিউডে এক ঐতিহাসিক দিন। ৩০ জুন সোমবার টলিপাড়ায় হল মেগা মিটিং। চ্যানেল কর্তৃপক্ষ এবং টেলি-প্রযোজকদের সঙ্গে বৈঠক সেরে বেশকিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের কথা ঘোষণা করলেন ফেডারেশন সভাপতি স্বরূপ বিশ্বাস। সুদীর্ঘ দাবি মেনে, বিশেষ ত্রিপাক্ষিক কমিটি গঠন করার পাশাপাশি মহিলা শিল্পী এবং কলাকুশলীদের জন্য উন্নতমানের শৌচালয় গড়ে তোলার সিদ্ধান্ত গৃহীত হল।
এমনকী বিশেষ ক্যান্টিন এবং ভালোমানের খাবারের ব্যবস্থা করা হবে বলেও জানানো হয়েছে। তবে বৈঠকে সবথেকে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হয়েছে চ্যানেল-প্রযোজক এবং ফেডারেশন মিলে একটি কমিটি গঠন করবে। যে কমিটিতে স্টার জলসা, জি বাংলা, সান বাংলা এই তিনটি চ্যানেলের তরফে দু’জন করে সদস্য থাকবেন। ফেডারেশন এবং এবং প্রযোজকদের তরফে থাকবেন তিন সদস্য। এদিন এই মেগা মিটিংয়ে স্বরূপ বিশ্বাসের পাশে দেখা গেল প্রযোজক নিসপাল সিং রানে এবং নীলাঞ্জনা শর্মাকে।
Advertisement
সোমবারের সাংবাদিক বৈঠকে জানিয়ে দেওয়া হল, শুটিং বন্ধ নয় বরং হাতে হাত রেখে একজোট হয়ে এগিয়ে যেতে হবে সবপক্ষকেই। শুটিং বন্ধ যে আখেরে ইন্ডাস্ট্রিরই আর্থিক ক্ষতি, তেমন ভাবনা থেকেই এদিন একজোট হয়ে ত্রিপাক্ষিক কমিটি গঠন করার পক্ষে সায় দিল প্রযোজক, চ্যানেল কর্তৃপক্ষ এবং ফেডারেশন। এক বিবৃতিতে জানানো হয়েছে, ‘৩০ জুন বাংলা ধারাবাহিকের ঐতিহাসিক দিন। একসঙ্গে পথচলার অঙ্গীকার করেছে ফেডারেশন, চ্যানেল ও প্রযোজকেরা।’ উল্লেখ্য, ত্রিপাক্ষিক কমিটির সমন্বয় বজায় রাখার দায়ভার বর্তেছে ফেডারেশন সভাপতি স্বরূপ বিশ্বাস এবং প্রযোজক নিসপাল সিংয়ের উপর। এদিন স্বরূপ আরও জানান, এবার থেকে হিন্দি সিরিয়ালের শুটিং যাতে কলকাতাতেও হতে পারে, তেমনই ব্যবস্থা করা হচ্ছে।
Advertisement
Advertisement



