চলতি বছরের প্রথমার্ধের বাংলা সিনে ক্যালেন্ডার প্রকাশিত। ‘ইম্পা’র অন্দরে এই নিয়ে বারবার বৈঠকে বসেছেন টলিউডের বিশিষ্টরা। বৈঠকে উপস্থিত ছিলেন ফেডারেশন সভাপতি স্বরূপ বিশ্বাস, ‘ইম্পা’ সভাপতি পিয়া সেনগুপ্ত, প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, ঋতুপর্ণা সেনগুপ্ত, দেব, জিৎ, নিশপাল সিং রানে, বনি সেনগুপ্ত-সহ আরও অনেকে। এদিন স্ক্রিনিং কমিটির বৈঠকের পর আগামী ছ’মাসের ক্যালেন্ডার নিয়ে বিস্তারিত জানানো হয়েছে।
১৪ ফেব্রুয়ারি মুক্তি পাচ্ছে স্টুডিও ব্লটিং পেপার প্রযোজনা সংস্থার ছবি। ২১ ফেব্রুয়ারি আসছে ক্যামেলিয়া প্রযোজিত ছবি। যদিও ইদে এখনও কোন ছবি মুক্তি পাবে তা নির্ধারিত হয়নি। পিয়া সেনগুপ্ত জানান, ইদে কেউ চাইলে ছবি মুক্তি দিতে পারে। পয়লা বৈশাখে মুক্তি পাবে শ্রী ভেঙ্কটেশ ফিল্মস, সুরিন্দর ফিল্মস ও নন্দী মুভিজের ছবি। ৩ এপ্রিল মুক্তি পাবে ক্যামেলিয়া প্রযোজনা সংস্থার ছবি। ১৫ মে মুক্তি পাবে শ্রী ভেঙ্কটেশ ফিল্মস, ক্যামেলিয়া এবং এন আইডিয়াজ, এই তিন প্রযোজনা সংস্থার ছবি।
২৯ মে মুক্তি পাবে সুরিন্দর ফিল্মস, উইন্ডোজ প্রোডাকশন হাউজ ও নন্দী মুভিজের ছবি। এই বৈঠকে পদ্ম সম্মানে ভূষিত প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে সম্বর্ধনা জানানো হয়। সম্বর্ধনার পর প্রসেনজিৎ চট্টোপাধ্যায় বলেন, এই সম্মান আমার ইন্ডাস্ট্রির সকলের।