মুক্তি পেল ‘লহো গৌরাঙ্গের নাম রে’ ছবির দ্বিতীয় গান

আজ মুক্তি পেল ‘লহো গৌরাঙ্গের নাম রে’ ছবির দ্বিতীয় গান ‘জগন্নাথ স্বামী নয়ন পথগামী’। শ্রীচৈতন্যদেবের আধ্যাত্মিক রূপের গভীরতা এই গানের মাধ্যমে ছবিতে ফুটিয়ে তোলা হয়েছে। পুরীর জগন্নাথ ধামে পৌঁছোনর পর শ্রীচৈতন্য মহাপ্রভুর হৃদয় এক ঐশ্বরিক আনন্দে ভরে ওঠে। জগন্নাথ দর্শনে তিনি ব্যাকুল হয়ে পড়েন। তাঁর মনে বিস্ময় এবং ভক্তিরসের সঞ্চার হয়। মহাপ্রভুর হৃদয়ের সেই অনুভূতিই এই গানে সুন্দর ভাবে চিত্রায়িত করা হয়েছে।

মহাপ্রভুর সেই ভক্তিবিহ্বল হৃদয়ের আকুতি ফুটিয়ে তুলেছেন নটী বিনোদিনীরূপী শুভশ্রী গাঙ্গুলি। গানের দৃশ্যে শুভশ্রীকে চৈতন্যরূপে অভিনয় করতে দেখা গেছে। চৈতন্যদেবের পুরীর জগন্নাথধামে আগমন অন্যদিকে শুভশ্রীর আবেগঘন দৃশ্য সমান্তরাল ভাবে গানের দৃশ্যে দেখানো হয়েছে।

সিনেমায় গানটি গেয়েছেন পদ্ম পলাশ এবং জয়তী চক্রবর্তী। সঙ্গীত পরিচালনা করেছেন ইন্দ্রদীপ দাশগুপ্ত। ছবিটির পরিচালক সৃজিত মুখ্যোপাধ্যায় এবং প্রযোজনা করেছেন এসভিএফ এন্টারটেইনমেন্ট এবং ডিসিএম। ছবিতে অভিনয় করেছেন ইশা সাহা, ইন্দ্রনীল সেনগুপ্ত, সুস্মিতা চট্টোপাধ্যায়, পার্থ ভৌমিক, আরাত্রিকা মাইতি এবং অলকানন্দা গুহ।


আগামী ২৫ ডিসেম্বর, বড়দিনের ছুটিতে ছবিটি মুক্তি পেতে চলেছে। বিনোদিনী চরিত্রে শুভশ্রীকে দেখার জন্য তাঁর ফ্যানরা অধীর আগ্রহে অপেক্ষা করছেন। এর আগে এই চরিত্রে অভিনয় করতে দেখা গেছে অভিনেত্রী রুক্মিণী মৈত্রকে। শুভশ্রী বিনোদিনী চরিত্র কতটা ফুটিয়ে তুলতে পেরেছেন তা দেখতে স্বাভাবিকভাবেই বাড়তি আগ্রহ রয়েছে দর্শকদের মধ্যে। শীতের মরসুমে মহাপ্রভু চৈতন্যর প্রেম সঞ্চার করতে আসছে ‘লহো গৌরাঙ্গের নাম রে’।