জয়ব্রতর ছবি মুক্তি পাচ্ছে; মুক্তি পাচ্ছেন না প্রযোজক প্রতীক

অতনু রায়: অবশেষে বড় পর্দায় মুক্তি পেতে চলেছে জয়ব্রত দাসের ‘দি অ্যাকাডেমি অফ ফাইন আর্টস’। প্রসঙ্গত, বেশ কিছুদিন ধরে টলি ইন্ডাস্ট্রির আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিল ফেডারেশন বনাম এই ছবির অন্যতম প্রযোজক প্রমোদ ফিল্মসের লড়াই। ফেডারেশনের হিসেবানুযায়ী বিভিন্ন ছবির কলাকুশলীদের পারিশ্রমিক ও ভেন্ডারদের টাকা ধরলে প্রায় ২১ লক্ষ টাকা বকেয়া রয়েছে প্রমোদ ফিল্মসের। সেই টাকা না দেওয়ায় ফেডারেশন আটকে দেয় ছবির মুক্তি। অবশেষে আগামীকাল, শুক্রবার মুক্তি পাবে জয়ব্রতর এই ছবি।

এই বিষয়ে ফেডারেশন সভাপতি স্বরূপ বিশ্বাসের বক্তব্য, “টেকনিশিয়ানদের মজুরির টাকা বাকি রাখলে কোনো ছবিই যে রিলিজ করতে দেওয়া হবে না, এই বার্তাটা আমাদের সবার কাছে দেওয়ার দরকার ছিল। টেকনিশিয়ানদের প্রাপ্য মজুরি না দিয়ে কেউ যদি মনে করেন যে স্বার্থপূরণ করবার জন্য নিজের ছবি মুক্তি দেবেন, ফেডারেশন কখনোই সেটা করতে দেবে না। ফেডারেশন সবসময়ই টেকনিশিয়ানদের পক্ষে ছিল, আছে এবং থাকবে। সোশ্যাল মিডিয়া পোস্টের মাধ্যমে মানুষকে কিছুদিনের জন্য বিভ্রান্ত করা যায় কিন্তু তারপর যখন সত্যিটা মানুষের কাছে পৌঁছায় তখন সেই সত্যিই বুমেরাং হয়ে ফিরে আসে। সেটাই ঘটেছে প্রমোদ ফিল্মসের প্রতীক চক্রবর্তীর সঙ্গে। প্রাথমিকভাবে তিনি মানুষের কাছে ভুল বার্তা পৌঁছে দেওয়ার চেষ্টা করেছিলেন কিন্তু অবশেষে স্বীকার করে নিলেন যে কলাকুশলী এবং ভেন্ডারদের প্রায় ২১ লক্ষ টাকা তিনি বকেয়া রেখেছিলেন। টেকনিশিয়ানদের ঘাম ঝরানো টাকা উদ্ধার করতে যাঁরা সহযোগিতা করেছেন তাঁদের প্রত্যেককেই আমি ফেডারেশনের পক্ষ থেকে ধন্যবাদ জানাতে চাই।”

উল্লেখ্য, প্রথমে ঠিক হয়েছিল যে এই ছবির পরিবেশনার দায়িত্ব নেবে পিভিআর-আইনক্স ফিল্মস এবং সেই সূত্রে পিভিআর-আইনক্সের পঙ্কজ লাডিয়ার সঙ্গে বৈঠকও করে ছবির টিম। খবর, তাঁকে পরিবেশনার জন্য টাকাও দিয়ে দেওয়া হয়। তারপরে ছবি মুক্তি আটকে যাওয়ায় সব সমীকরণ পাল্টে যায়। সূত্রের খবর, শেষ পর্যন্ত ফেডারেশন সভাপতি শর্ত দেন যে প্রমোদ ফিল্মস বকেয়া সমস্ত টাকা মিটিয়ে দিলেই ছবি মুক্তিতে বাধা থাকবে না। ফেডারেশন সূত্রের খবর, প্রথমে প্রযোজনা সংস্থাকে ৮ লক্ষের কিছু বেশি টাকা দিতে হবে এবং বাকি ১৩ লক্ষ টাকা আগামী ৪৫ দিনের মধ্যে দিয়ে দিতে হবে। সর্বোপরি, দ্বিতীয় কিস্তির টাকার জন্য একজন গ্যারান্টার চাওয়া হয়েছে।


ফেডারেশন সূত্রে আরও জানা যাচ্ছে, প্রথম কিস্তির টাকা ফেডারেশন পেয়ে গেছে। তবে দ্বিতীয় কিস্তির গ্যারান্টার কে, তা অজানা। তবে ইন্ডাস্ট্রি সূত্রে গ্যারান্টার হিসেবেও উঠে আসছে শতদীপ সাহার নাম। শতদীপকে যোগাযোগ করলে তিনি এই বিষয়ে কোনো মন্তব্য করেননি। তবে তিনি যে পরিবেশনার দায়িত্ব নিয়েছেন তা স্বীকার করে বলেছেন, “আমি এখন শুধু ছবি মুক্তি নিয়েই ভাবছি। ছবির মুক্তিটা খুব দরকার।” তবে কতগুলো স্ক্রিনে মুক্তি পাবে ছবি, সেটা এখনও জানাতে পারেননি পরিবেশক।

তবে, আগামীকাল যে সব বাধা কাটিয়ে ‘দি অ্যাকাডেমি অফ ফাইন আর্টস’ মুক্তি পাচ্ছে তা নিশ্চিত।