• facebook
  • twitter
Friday, 5 December, 2025

লেখিকার ভূমিকায় সুদীপ্তা

সুদীপ্তা চক্রবর্তী এবার লেখিকার ভূমিকায়। প্রমিতা ভৌমিকের পরিচালনায় আসছে অহনা। কলকাতার এক লেখিকার জীবনের গল্প বলবে এই ছবি।

সুদীপ্তা চক্রবর্তী এবার লেখিকার ভূমিকায়। প্রমিতা ভৌমিকের পরিচালনায় আসছে অহনা। কলকাতার এক লেখিকার জীবনের গল্প বলবে এই ছবি। লেখিকার নাম অহনা। তাঁর নামেই ছবি। ছবির গল্প নিপাট। অহনার লেখকজীবন ও ব্যক্তিজীবনের গল্প। ‘মহিলা লেখক’ হিসাবে তার সাফল্য এবং এই সাফল্য দাম্পত্য জীবনে কীভাবে প্রভাব ফেলেছে তা নিয়েই সিনেমা। সমাজের নাক গলানো, বিভিন্ন ‘নিষেধাজ্ঞা’ ও কিছু স্পর্শকাতর বিষয়কে নিয়ে গল্প বলবেন পরিচালক। সম্পর্কের নানা পরত, অন্দরের দ্বন্দ্ব, দোনামনা ভাব, সব মিলিয়েই এই ছবির আঁটবুনন।

সম্প্রতি এই ছবির পোস্টার লঞ্চ হয়েছে। শীঘ্রই মুক্তি পাবে এই সিনেমা। এটিই পরিচালকের প্রথম ফিচার ফিল্ম। ছবির কাহিনি, চিত্রনাট্য, সংলাপ রচনা করেছেন তিনি নিজেই। এর আগে একাধিক স্বল্প দৈর্ঘ্যের ছবি করেছেন তিনি। সেগুলি দেশ বিদেশের বিভিন্ন বিখ্যাত চলচ্চিত্র উৎসবে সম্মানিত ও পুরস্কৃত হয়েছে। ইতিমধ্যেই অহনা সিনেমা বিশ্বের নানা প্রান্তে সমাদৃত হয়েছে। ইন্দো জার্মান ফিল্ম উইক ২০২৫ ও দাদা সাহেব ফালকে ফিল্ম ফেস্টিভ্যালেও পুরস্কৃত হয়েছে এই ছবি।

Advertisement

ছবিতে অহনার চরিত্রে অভিনয় করছেন সুদীপ্তা চক্রবর্তী, রুদ্রনীলের চরিত্রে দেখা যাবে জয় সেনগুপ্তকে, বিমলেন্দুর চরিত্রে সৌম্য সেনগুপ্ত, আদিত্যর চরিত্রে নবাগত প্রিয়ব্রত সেন সরকার অভিনয় করেছেন। এছাড়াও ছবিতে রয়েছেন সেঁজুতি রায় মুখোপাধ্যায়, সুকৃতি লহরী, পায়েল রক্ষিত প্রমুখ।

Advertisement

Advertisement