মেক আপের তুলির টানে ‘জীবন্ত’ মা লক্ষ্মী। কোজাগরী লক্ষ্মী পুজোর দিন প্রকাশিত হল সেই ভিডিও, ছবি। প্রতিবারই তাক লাগানো মেক আপে তাঁর প্রতিভা তুলে ধরেন সেলিব্রিটি মেক আপ আর্টিস্ট পঙ্কজ বিশ্বাস। এবার লক্ষ্মী পুজোতে তাঁর আরও এক বড় চমক।
জীবন্ত মানুষকে লক্ষ্মী ঠাকুর সাজিয়ে সোশাল মিডিয়াতে তাক লাগিয়ে দিয়েছেন শিল্পী পঙ্কজ বিশ্বাস। বহু বড় বড় মেক আপ কোম্পানির মুখ হয়ে নিজে কাজ করেছেন তিনি। তাছাড়া নানা বড় বড় বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির প্রজেক্টের সঙ্গে যুক্ত তিনি।
এবারে মডেল অঙ্কিতা অধিকারীকে মা লক্ষ্মী হিসাবে সাজিয়ে সবার মন জয় করে নিয়েছেন পঙ্কজ। ফটোগ্রাফিতে ছিলেন রণজয় ও অনির্বাণ। তাঁর টিমে ছিলেন জয়তি বিশ্বাস, মালা মুখার্জি, রঞ্জিতা মল্লিক, রিনিশা মুখার্জি, সুদীপ্তা হালদার, পূজা বিশ্বাস, মুনমুন চক্রবর্তী। গত বছর করুনাময়ী মা কালী রূপে তাঁর চমক দেখেছিলেন সবাই।