• facebook
  • twitter
Thursday, 21 August, 2025

অস্কারের ইনস্টা পেজে দীপিকাকে বিশেষ সম্মান

দিল্লি, ৪ এপ্রিল: গতকাল, বুধবার রাতে দীপিকা পাডুকোনকে বিশেষ সম্মান জানাল অস্কারের ইনস্টা পেজ। ‘বাজিরাও মস্তানি’ ছবির একটি গানের আংশিক ঝলক শেয়ার করল অস্কার কর্তৃপক্ষ। সঞ্জয় লীলা বনশালি পরিচালিত ‘দিওয়ানি মস্তানি হো গয়ি’ গানটির একটি অংশ অ্যাকাডেমির ইনস্টাগ্রামের পেজে শেয়ার করা হয়। পাশাপাশি, গানটির গায়িকা শ্রেয়া ঘোষালের নামও দেওয়া হয়েছে এই ইনস্টা পেজে। শুধু তাই

দিল্লি, ৪ এপ্রিল: গতকাল, বুধবার রাতে দীপিকা পাডুকোনকে বিশেষ সম্মান জানাল অস্কারের ইনস্টা পেজ। ‘বাজিরাও মস্তানি’ ছবির একটি গানের আংশিক ঝলক শেয়ার করল অস্কার কর্তৃপক্ষ। সঞ্জয় লীলা বনশালি পরিচালিত ‘দিওয়ানি মস্তানি হো গয়ি’ গানটির একটি অংশ অ্যাকাডেমির ইনস্টাগ্রামের পেজে শেয়ার করা হয়। পাশাপাশি, গানটির গায়িকা শ্রেয়া ঘোষালের নামও দেওয়া হয়েছে এই ইনস্টা পেজে। শুধু তাই নয়, এই ছবিতে অভিনয় করা প্রধান তিন তারকা রণবীর, দীপিকা ও প্রিয়াঙ্কার নাম দেওয়া হয়েছে। অস্কারের মতো বিশ্ব মঞ্চের সোশ্যাল প্লাটফর্মে এই সুযোগ দিতেই রীতিমতো আপ্লুত তারকারা। বিশেষ করে রণবীর সিং এই ঘটনায় খুবই খুশি হয়েছেন বলে জানা গিয়েছে।

উল্লেখ্য, ২০১৫ সালে বড়পর্দায় মুক্তি পায় রণবীর, দীপিকা ও প্রিয়াঙ্কা অভিনীত ‘বাজিরাও মস্তানি’। যা বক্স অফিসে হিট করে। বিশ্বের বিভিন্ন দেশের সেরা সিনেমাগুলির প্রতি দর্শকদের আগ্রহ বাড়াতে সেই সব সিনেমার আংশিক দৃশ্য শেয়ার করে অস্কারের ইনস্টা পেজ। সেই উদ্দেশ্যেই ‘বাজিরাও মস্তানি’র ‘দিওয়ানি মস্তানি হো গয়ি’ গানটির বিশেষ অংশ শেয়ার করে অ্যাকাডেমির ইনস্টা পেজ।

News Hub