উস্তাদ রাহান ফতেহ আলি খানের প্রথম বাংলা গান

বাংলায় গান গাইলেন উস্তাদ রাহান ফতেহ আলি খান সাব। এই প্রথম। বাংলা সঙ্গীতপ্রেমীদের জন্য এ যেন হাতে চাঁদ পাওয়ার সমান। বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ গায়িকা রুবাইয়াত জাহান এবং জনপ্রিয় সংগীত পরিচালক রাজা কাশেফ একসাথে কাজ করেছেন কিংবদন্তি উস্তাদ রাহাত ফতেহ আলি খান-এর সঙ্গে। গানের নাম তুমি আমার প্রেম পিয়াসা”।

গানটি প্রকাশ করেছে ধ্রুব মিউজিক স্টেশন। এই গানের কথা লিখেছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত গীতিকার কবির বকুল। গানটির রেকর্ডিং হয়েছে দুবাইয়ের Playback Creative Studio-তে। সংগীতায়োজন ও নির্দেশনায় ছিলেন রাজা কাশেফ।

রুবাইয়াত জাহান বলেছেন, রাহাত ফতেহ আলি খানের সঙ্গে গাওয়া তাঁর জীবনের অন্যতম বড় অর্জন। গানটির কথা, সুর ও মিউজিক তাঁকে গভীরভাবে স্পর্শ করেছে। তিনি বিশ্বাস করেন, শ্রোতারাও সেই একই আবেগ অনুভব করবেন। অন্যদিকে রাজা কাশেফ জানিয়েছেন, রাহাত ফতেহ আলি খানকে বাংলা গানে নিয়ে আসা তাঁর স্বপ্নপূরণ।