এর আগে পরিচালনা করেছেন চারটি শর্ট ফিল্ম। এবার বাঙালি অভিনেত্রী-পরিচালক কঙ্কনা চক্রবর্তী পরিচালনা করতে চলেছেন তাঁর প্রথম ফিচার ফিল্ম৷ এই উদ্যোগে তাঁর পাশে তবাকছে সিকিম সরকার। কণ্কনার ছবিতে অভিনয় করবেন বরুণ চন্দ। সিকিমের কয়েকজন স্থানীয় অভিনেতা-অভিনেত্রীদেরও দেখা যাবে এই ছবিতে। কথা চলছে লিলেট দুবের সঙ্গেও। আগামী বছরের শুরুতেই হবে অডিশন পর্ব। এই কাজেও সিকিম সরকার সহায়তা করবে কণ্কনাকে।
কঙ্কনার ফিচার ফিল্ম ‘দ্য ফ্যামিলি আই চোজ’-এ গ্যাংটক শহরের একটি গুরুত্বপূর্ণ ভূমিকা থাকবে। সেই কারণে শুটিং এর লোকেশন দেখতে গিয়েছিলেন কঙ্কনা। তাঁর এক বন্ধুর সূত্রে এই খবর পৌঁছয় প্রশাসনের কাছে। এরপর কঙ্কনার সংগে কয়েক দফা আলোচনা হয় প্রশাসনের লোকেদের। ফিচার ফিল্মটির গল্প তাঁদের পছন্দ হয় এবং সরকারের পক্ষ থেকে এই ছবিটি তৈরির ক্ষেত্রে সবরকম সাহায্য করা হবে বলে জানানো হয়েছে পরিচালককে। সাহায্য করছে সিকিমের মিউজিক, ড্যান্স, ড্রামা ও ফিল্মবোর্ড এবং স্পোর্টস ডেভেলপমেন্ট বোর্ড।
ফিচার ফিল্মটির ব্যাপারে কঙ্কনা বলেন, ‘গ্যাংটক শহরকে কেন্দ্র করে দু’জন অসমবয়সী মানুষের গল্প বলবে এই ছবি। গল্পের প্রেক্ষাপটে গ্যাংটক শহরের গুরুত্ব এবং সেখানে গোটা শুটিং-এর পরিকল্পনার কথা শুনে সিকিম সরকার এগিয়ে এসেছে।’ শুটিং এর কাজ শুরু হবে আগামী বছরের নভেম্বর মাসে।
আগে নিজের তৈরি কয়েকটি শর্ট ফিল্ম এবং অন্য পরিচালকদের ফিচার ফিল্মে অভিনয় করেছেন কঙ্কনার। তাঁর শেষ শর্ট ফিল্ম ‘রি-রুটিং’ বিশ্বজুড়ে বিভিন্ন ফিল্ম ফেস্টিভ্যালে সমাদৃত হয়েছে।