গায়ক নচিকেতা চক্রবর্তী শনিবার গভীর রাতে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। হাসপাতালে ভর্তি হয়েছেন তিনি। শনিবার গভীর রাতে আচমকা বুকে ব্যথা অনুভব করলে তাঁকে বাইপাসের ধারের এক বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সম্প্রতি পরপর শো ছিল নচিকেতার, ফলে শরীরে ধকল জমেছিল বলে পরিবার সূত্রে খবর। ৬১ বছরের এই শিল্পীর হৃদ্যন্ত্রে সমস্যা দেখা দেওয়ায় চিকিৎসকেরা দ্রুত পরীক্ষা করে তাঁর বুকে দুটি স্টেন্ট বসান। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, আপাতত তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল।
নচিকেতার ঘনিষ্ঠ মহল জানিয়েছে, তাঁর আগে কোনও হার্টের সমস্যা ছিল না। নিজের স্বাস্থ্যের কারণে তিনি নিয়মিত খাদ্যনিয়ন্ত্রণ মেনে চলতেন। তবে সাম্প্রতিক পরপর লাইভ শোয়ের চাপেই সম্ভবত অসুস্থতা বেড়েছে। রবিবার আসানসোলে তাঁর একটি অনুষ্ঠান থাকার কথা ছিল, কিন্তু শারীরিক অবস্থার কারণে তা বাতিল করা হয়েছে। আগামী কয়েক দিনের নির্ধারিত অনুষ্ঠানও স্থগিত।
পরিবারের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। প্রসঙ্গত, চলতি বছরের দুর্গাপুজোর উদ্বোধনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে একই মঞ্চে উপস্থিত ছিলেন নচিকেতা। সেদিনই মুখ্যমন্ত্রী তাঁর ক্রমশ শীর্ণ হয়ে যাওয়া নিয়ে উদ্বেগ প্রকাশ করে বেশি খাবার খাওয়ার পরামর্শ দেন। নচিকেতা জানিয়েছিলেন, তিনি বিশেষ খাদ্যরসিক নন এবং খুব কম খাবার খান।