প্রথমবার উইন্ডোজের ব্যানারে অন্য পরিচালকের ছবিতে শিবপ্রসাদ

উইন্ডোজ ব্যানারে এই প্রথমবার অন্য কোনও পরিচালকের নির্দেশনায় কাজ করছেন শিবপ্রসাদ মুখোপাধ্যায়। সুমন ঘোষের আগামী ছবিতে প্রধান চরিত্রে দেখতে পাওয়া যাবে তাঁকে। ছবির নাম ‘ফ্যামিলিওয়ালা’। একটি পরিবারিক ছবি। শিবপ্রসাদের অভিনয়ে মুগ্ধ বলে জানিয়েছেন পরিচালক সুমন ঘোষ। অনেকদিন ধরেই তাঁকে নিয়ে কাজ করার কথা ভাবছিলেন তিনি। কিন্তু কিছুতেই সেই সুযোগ আসছিল না।

শিবপ্রসাদকে মাথায় রেখে গল্প লেখার কথাও ভাবেন পরিচালক সুমন ঘোষ। গল্প শুনে ভালোও লাগে শিবপ্রসাদের। রাজিও হন। তারপরও একসঙ্গে কাজ করা হয়ে উঠছিল না। অবশেষে সেই সুযোগ এল। সুমন ঘোষ নির্দেশিত ছবি ‘ফ্যামিলিওয়ালা’ ছবিতে কাজ করছেন পরিচালক-অভিনেতা শিবপ্রসাদ মুখোপাধ্যায়। ছবির শুটিংও শুরু হয়ে গিয়েছে।

ছবির কথা জানিয়ে সমাজমাধ্যমে একটি পোস্ট করেছেন শিবপ্রসাদ। পোস্টে তিনি লিখেছেন, ২০২৪ সালের ডিসেম্বর মাস। সিনেমা হলে চলছে বহুরূপী। পরিচালক সুমন ঘোষ একদিন জানান, তাঁর বাড়িতে শিবপ্রসাদের সঙ্গে দেখা করার জন্য একজন অপেক্ষা করে আছেন। তারপর পরিচালকের বাড়িতে শিবপ্রসাদ যান। সেই প্রসঙ্গে সমাজমাধ্যমে শিবপ্রসাদ উল্লেখ করে লিখেছেন, ‘মাসিমার সঙ্গে এভাবেই আলাপ। মাসিমা আমাদের সব ছবি দেখেছেন। ছবির সূত্রেই ভালোবাসেন আমাদের। ওই দিনের আলাপেই ওদের ফ্যামিলির সঙ্গে যুক্ত হয়ে গিয়েছিলাম। ফ্যামিলিওয়ালার সূত্রপাত এভাবেই। এই প্রথম এতো বছরে উইন্ডোজের ব্যানারে অন্য কোনও পরিচালকের নির্দেশনায় কাজ করব।‘


ছবিতে সুযোগ দেওয়ার জন্য সুমন ঘোষকে ধন্যবাদও জানিয়েছেন তিনি। শিবপ্রসাদের পাশাপাশি ফ্যামিলিওয়ালা ছবিতে অভিনয় করতে দেখা যাবে লিলি চক্রবর্তী, অনুসূয়া মজুমদার, স্বস্তিকা মুখোপাধ্যায় ও সুদীপ্তা চক্রবর্তীকে। বুধবার থেকে ছবি শুটিং শুরু হয়েছে। দর্শকদের কাছে শুভ কামনাও চেয়েছেন শিবপ্রসাদ।

শিবপ্রসাদ যেমন উইন্ডোজের ব্যানারে প্রথম অন্য কোনও পরিচালকের সঙ্গে কাজ করছেন ঠিক তেমনি উইন্ডোজ ব্যানারে এই প্রথম পরিচালনা করছেন সুমন ঘোষ। উইন্ডোজ ছাড়া সহ প্রযোজক হিসেবে কাজ করছে মায়া লীলা ফিল্মস। ২৫ বছর পূর্ণ করতে চলল উইন্ডোজ ফিল্মস। স্বস্তিকা মুখোপাধ্যায় এবং সুদীপ্তা চক্রবর্তীও এই প্রথমবার উইন্ডোজ ব্যানারে কাজ করছেন। সুমন ঘোষের ফ্যামিলিওয়ালা উইন্ডোজ প্রডাকশনের লিগাসিকেই ধরে রাখবে বলে মনে করা হচ্ছে।

ফ্যামিলিওয়ালা ছবিতে শিবপ্রসাদ ও সুদীপ্তাকে স্বামী-স্ত্রী চরিত্রে দেখা যাবে। দক্ষিণ কলকাতার একটি সুখী দম্পতি। তাঁদের সন্তানও রয়েছে। এই পরিবারকে কেন্দ্র করে ঘটে চলা কমেডিই ছবির মূল প্লট। নাচ-গান-কমেডিতে ভরপুর এই ছবি সুমন ঘোষের ঘরানা থেকে একটু হটকে।

ছবিটি প্রসঙ্গে পরিচালক সুমন ঘোষ বলেছেন, ‘প্রথমবার উইন্ডোজের সঙ্গে কাজ করতে পারাটা আমার জন্য সৌভাগ্যের। ছবিটিতে পারিবারিক গল্প বলা হয়েছে। শিবপ্রসাদকে দিয়ে এই ছবিতে অভিনয় করাতে চেয়েছিলাম। এই চরিত্রটি শিবপ্রসাদ সুন্দরভাবে ফুটিয়ে তুলতে পারবে বলে আমি মনে করি। উইন্ডোজ ২৫ বছর পূর্ণ করছে। আশা করছি আমাদের এই ছবিটি উইন্ডোজ সিনে জার্নিতে নতুন মাত্রা যোগ করবে।‘ কলকাতা ও বোলপুর মিলিয়ে ছবির শুটিং চলবে। চিত্রগ্রহণের দায়িত্বে রয়েছেন তূর্য ঘোষ। সঙ্গীত পরিচালনা করছেন অনুপম রায় এবং অনিন্দ্য চট্টোপাধ্যায়।