‘ভবিষ্যতের ভূত’ সিনেমা যাতে রাজ্যের হলগুলিতে দেখানো হতে পারে সে বিষয়ে দেশের শীর্ষ আদালত ইতিমধ্যেই রাজ্য সরকারকে নির্দেশ দিয়েছে। সেই নির্দেশের কপি হাতে পাওয়ার পর থেকেই নবান্নে তৎপরতা শুরু হয়ে গিয়েছে। সুপ্রিম কোর্টের নির্দেশিকায় বলা হয়েছে, হল মালিকদের চিঠি দিয়ে রাজ্য সরকারকে জানাতে হবে যাতে করে সেই সিনেমা প্রদর্শনের ক্ষেত্রে কোনও বাধা নেই এবং কোনও সমস্যা হলে তার নিরাপত্তার ব্যবস্থা করবে রাজ্য সরকার। সুপ্রিম কোর্টের এই নির্দেশ মেনেই বুধবার থেকেই কলকাতার মাল্টিপ্লেক্স সহ রাজ্যের ৪০টি সিনেমাহলের মালিকদের চিঠি দেওয়া হচ্ছে রাজ্যের স্বরাষ্ট্র সচিবের পক্ষ থেকে। ‘ভবিষ্যতের ভূত’ সিনেমা প্রদর্শনে যাতে কোনও অসুবিধা না হয় তার জন্য স্থানীয় থানাকে জানানো হচ্ছে। সিনেমাহল মালিকদের পাঠানো চিঠিতেও এ বিষয়টির উল্লেখ থাকছে।
Advertisement
Advertisement



