• facebook
  • twitter
Sunday, 14 December, 2025

অপরাধী জগতের বেতাজ বাদশাদের কাহিনি, আসছে ‘গণশত্রু’

সিরিজের চরিত্রগুলির নাম ইতিহাসের পাতায় অপরাধের কালো অক্ষরে লেখা রয়েছে। অন্ধকার জগতের বেতাজ বাদশারা কীভাবে অপরাধের খাতা খুললেন সেসবই দেখা যাবে সিরিজে।

জি ফাইভের পর্দায় আসছে নতুন বাংলা ওয়েব সিরিজ ‘গণশত্রু’, যা মুক্তি পেতে চলেছে শীঘ্রই। সিরিজের প্রতিটি চরিত্র এবং তাদের গল্প ঘিরে রয়েছে মস্ত বড় চমক। সিরিজে মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন পাওলি দাম, রুদ্রনীল ঘোষ, আয়ুশ দাশ, দেবপ্রিয় মুখোপাধ্যায় এবং সুব্রত দত্তের মতো তারকারা।

এই ওয়েব সিরিজের হাড়হিম করা গল্প তুলে ধরবে সমাজের নানা অন্ধকার দিকের কাহিনি। সামাজিক ও আর্থিক নানা পরিস্থিতির শিকার হয়ে কীভাবে কিছু মানুষের জীবন সম্পূর্ণ পাল্টে যায় এবং তারা জড়িয়ে পড়ে অপরাধমূলক কাজের জালে, সেই রুদ্ধশ্বাস কাহিনি নিয়েই তৈরি হয়েছে ‘গণশত্রু’। ট্রেলার মুক্তির পর থেকেই দর্শকদের মধ্যে এই সিরিজ ঘিরে আগ্রহের পারদ ক্রমশ চড়ছে।

Advertisement

সিরিজের চরিত্রগুলির নাম ইতিহাসের পাতায় অপরাধের কালো অক্ষরে লেখা রয়েছে। অন্ধকার জগতের বেতাজ বাদশারা কীভাবে অপরাধের খাতা খুললেন সেসবই দেখা যাবে সিরিজে। পাওলি দাম এই সিরিজে অভিনয় করেছেন ত্রৈলোক্যতারিণীর ভূমিকায়। তিনি ছিলেন ভারতের প্রথম নারী সিরিয়াল কিলার। রুদ্রনীল ঘোষকে দেখা যাবে হুব্বা শ্যামল-এর চরিত্রে। সে ছিল রাজনৈতিক প্রভাব খাটিয়ে তৈরি হওয়া এক আন্ডারওয়ার্ল্ড কিংপিন। অভিনেতা আয়ুষ দাসকে দেখা যাবে ষোলো বছর বয়সী এক বিপজ্জনক অপরাধী সজল বারুই-এর চরিত্রে। যিনি সন্দীপ রায়ের সৃষ্টির এই সময়ের ‘তোপসে’ হিসেবেও পরিচিত। দেবপ্রিয় মুখোপাধ্যায় অভিনয় করছেন ‘চেন ম্যান’-এর ভূমিকায়, যে একের পর এক নারীকে শ্বাসরোধ করে হত্যা করত। সুব্রত দত্তকে দেখা যাবে রশিদ খান-এর চরিত্রে। এই রশিদ খানের নেতৃত্বেই ঘটেছিল কলকাতার ভয়ঙ্কর ১৯৯৩ সালের বউবাজার বিস্ফোরণ। 

Advertisement

জি ফাইভ-এ আসতে চলা বহু প্রতীক্ষিত ওয়েব সিরিজ ‘গণশত্রু’ মুক্তি পাচ্ছে আগামী ৩১ অক্টোবর। বাংলা টকিজ প্রযোজিত এই সিরিজে রয়েছে এক অভিনব পরিচালনার ধাঁচ। প্রতিটি কুখ্যাত চরিত্রের কাহিনি তুলে ধরেছেন ভিন্ন ভিন্ন পরিচালক।

‘ত্রৈলোক্যতারিণী’-র পর্বটি পরিচালনা করে খ্যাতিমান সিনেমাটোগ্রাফার মধুরা পালিত প্রথমবার পরিচালনায় এসেছেন। অন্যদিকে, ‘চেন ম্যান’-এর গল্পের নির্দেশনা দিয়েছেন অভিরূপ ঘোষ। ‘রশিদ খান’-এর অধ্যায়টি পরিচালনা করেছেন সায়ন দাশগুপ্ত, এবং ‘সজল বারুই’-এর গল্প বুনেছেন শমীক রায় চৌধুরী। এছাড়া, ‘হুব্বা শ্যামল’-এর এপিসোড পরিচালনার দায়িত্বে ছিলেন শ্রীমন্ত সেনগুপ্ত।

Advertisement