• facebook
  • twitter
Wednesday, 15 January, 2025

হরর কমেডি ‘ভূততেরিকি’

কৌশিক হাফিজির হরর কমেডি সিরিজ ‘ভূততেরিকি’ নিয়ে আসছে হইচই। অনির্বাণ ভট্টাচার্য এই সিরিজের ক্রিয়েটিভ ডিরেক্টর। গতকালই শুরু হল ছবির শুটিং।

কৌশিক হাফিজির হরর কমেডি সিরিজ ‘ভূততেরিকি’ নিয়ে আসছে হইচই। অনির্বাণ ভট্টাচার্য এই সিরিজের ক্রিয়েটিভ ডিরেক্টর। গতকালই শুরু হল ছবির শুটিং। কলকাতার একটি প্রাসাদোপম বাড়িতে বসবাসকারী তিন ভূতগ্রস্ত মহিলার গল্প নিয়ে এগোবে সিরিজ। বিভিন্ন যুগের এই তিন মহিলার প্রেম, বিরহ, বিচ্ছেদের গল্পই হাসির মোড়কে তুলে ধরা হয়েছে সিরিজে।

ওই বাড়িতে ডকুমেন্টরি করতে আসা একটি ফিল্ম ইউনিটের দল, ওই মহিলাদের ভৌতিক সাহচর্যে জানতে পারে যে, মৃত্যুর পরের জীবন ঠিক কতটা রোমাঞ্চকর এবং বিস্ময়ে পরিপূর্ণ। এই মৃতমানুষদের জীবনদর্শনই, প্রকারান্তরে সত্যিকারের জীবনযাপনের অর্থ বুঝতে সাহায্য করে তাদের।