• facebook
  • twitter
Wednesday, 17 December, 2025

নতুন ছবি ‘ভামিনি’

সাইকোলজিক্যাল থ্রিলার ধর্মী এই ছবিতে অভিনয় করেছে প্রিয়াঙ্কা সরকার, তথাগত মুখার্জি-সহ আরও অনেকেই।

ডক্টর স্বর্ণাভ মিত্রের পরিচালনায় মুক্তি পেতে চলেছে ছবি ‘ভামিনি’। প্রকাশ পেল ছবির ফার্স্ট লুক। সাইকোলজিক্যাল থ্রিলার ধর্মী এই ছবিতে অভিনয় করেছে প্রিয়াঙ্কা সরকার, তথাগত মুখার্জি-সহ আরও অনেকেই। ভারতের বিভিন্ন প্রান্ত ঘুরে ছবির শুটিং হয়েছে। ছবিটি মুক্তি পাবে এপ্রিল মাসের শেষ সপ্তাহে। একটি ফোক ডান্সের গ্রুপ চালায় প্রিয়াঙ্কা। জাল ওষুধের চক্রের সঙ্গে যুক্ত অপরাধীদের, মুখোশ পরে কীভাবে শাস্তি দেন তিনি সেটাই এখন দেখার।

Advertisement

Advertisement