বলিউড এবং টেলিভিশনের বর্ষীয়ান অভিনেতা সতীশ শাহের মৃত্যুর খবর শোনার পর নীল নিতিন মুকেশ গভীর শোক প্রকাশ করেছেন। তিনি বলেন, ‘তিনি আমার বাবার মতো ছিলেন। আমার প্রথম ছবিতে, “মুজহসে দোস্তি করোগি”-তে তিনি সহকারী পরিচালকের ভূমিকায় কাজ করেছিলেন। তিনি আমাকে অনেক ভালবাসতেন এবং আমার বাবার খুব ভালো বন্ধু ছিলেন। তিনি অনেক সিনেমায় কাজ করেছেন, যা দীর্ঘদিন ধরে স্মৃতিতে থাকবে।’
নীল নিতিন মুকেশের এই মন্তব্য সতীশ শাহের পেশাদারিত্ব এবং ব্যক্তিত্বের প্রতি শ্রদ্ধা ও কৃতজ্ঞতা প্রকাশ করে। সতীশ শাহ তাঁর অভিনয় ও পর্দার উপস্থিতির মাধ্যমে ভারতীয় চলচ্চিত্র ও টেলিভিশন শিল্পে এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন।
ফিল্ম ইন্ডাস্ট্রির বিভিন্ন অভিনেতা ও পরিচালকও সামাজিক মাধ্যমে তাঁকে শ্রদ্ধা জানিয়েছেন। বিশেষ করে তাঁর কমেডি ও চরিত্রাভিনয়ের জন্য তিনি দর্শকদের হৃদয়ে একটি বিশেষ স্থান করে নিয়েছিলেন।